সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৩১. সাউন্ড কার্ডের কাজ কোনটি?

ক. ডিজিটাল উপাত্তকে এনালগ শব্দে রূপান্তর করা

খ. এনালগ উপাত্তকে ডিজিটাল শব্দে রূপান্তর করা

গ. ডিজিটাল শব্দকে এনালগ শব্দে রূপান্তর

ঘ. এনালগ শব্দকে ডিজিটাল শব্দে রূপান্তর

৩২. জয়স্টিক কী?

ক. ভিডিও দেখার জন্য যন্ত্র

খ. গেমস খেলার জন্য যন্ত্র

গ. অডিও শোনার যন্ত্র

ঘ. একধরনের স্ক্যানার

৩৩. প্লটার কী?

ক. একটি ছাপার যন্ত্র খ. লেখার কালি

গ. ব্লুটুথ ঘ. শব্দতরঙ্গ

৩৪. বিদ্যুৎপ্রবাহ বন্ধ করে দিলে কিসের তথ্য মুছে যায়?

ক. রম খ. র‍্যাম

গ. সিডি ঘ. পেনড্রাইভ

৩৫. আইবিএম কোম্পানি কত সালে মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য প্রথম হার্ডডিস্ক ব্যবহার করে?

ক. ১৯৫২ খ. ১৯৫৬

গ. ১৯৬৫ ঘ. ১৯৬৭

৩৬. তথ্য ধারণক্ষমতার কারণে নিচের কোনটি অত্যন্ত জনপ্রিয়?

ক. মেমোরি কার্ড খ. সিডি

গ. হার্ডডিস্ক ঘ. ফ্লপিডিস্ক

৩৭. সিডি বা ডিভিডিতে তথ্য রাখা বা পাঠ্য করতে কী ব্যবহার করা হয়?

ক. এক্স–রে খ. লাইট

গ. লেজার রশ্মি ঘ. ফ্ল্যাশ

৩৮. নিচের কোনটি আসলে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড?

ক. মেইনবোর্ড খ. মাদারবোর্ড

গ. কিবোর্ড ঘ. হার্ডডিস্ক

৩৯. OMR-এর পূর্ণরূপ কী?

ক. Operational Mark Reader

খ. Optical Mark Reader

গ. Optimum Mark Reader

ঘ. Optical Mark Range

৪০. Hz (হার্টজ) কী?

ক. ক্ষমতার একক খ. মেমোরির গতির একক

গ. একটি সফটওয়্যার ঘ. এক্সপানশন স্লট

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.খ ৩৫.খ ৩৬.গ ৩৭.গ ৩৮.খ ৩৯.খ ৪০.খ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)