পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৬১. দৈনিক বই হলো—
i. জাবেদা
ii. খতিয়ান
iii. আর্থিক বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২. তিনঘরা নগদান বইয়ে জের টানা হয়—
i. নগদ কলামের
ii. ব্যাংক কলামের
iii. বাট্টা কলামের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. ক্রয় বই থেকে জানা যায়—
i. মোট ক্রয়ের পরিমাণ
ii. মোট প্রদেয় হিসাবের পরিমাণ
iii. মোট ধারে ক্রয়ের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৪. মৃণাল একজন খুচরা ব্যবসায়ী। মি. রহিমকে তাঁর পাওনা ২১,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ২০,৮০০ টাকার একটি চেক প্রদান করেন। লেনদেনটি লিপিবদ্ধ করতে হবে নগদান বইয়ের ক্রেডিট দিকে—
i. ব্যাংক ঘরে ২০,৮০০ টাকা
ii. বাট্টার ঘরে ২০০ টাকা
iii. নগদ ঘরে ২০,৮০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫. কারবারি বাট্টা কোন বইতে লিপিবদ্ধ করা হয়?
ক. দু’ঘরা নগদান বইতে
খ. তিনঘরা নগদান বইতে
গ. খুচরা নগদান বইতে
ঘ. কোনো বইতে হিসাবভুক্ত হয় না
৬৬. ভাউচার কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৬৭. জাবেদায় হিসাব চক্রের কোন ধাপটি সম্পন্ন হয়?
ক. লেনদেন লিপিবদ্ধকরণ
খ. লেনদেন বিশ্লেষণ
গ. লেনদেন চিহ্নিতকরণ
ঘ. শ্রেণিবিন্যাসকরণ
৬৮. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়—
i. ক্রয়
ii. প্রদেয় হিসাব
iii. প্রাপ্ত বাট্টা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৯. নিচের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক হতে তোলা যায় না?
ক. হুকুম চেক
খ. বাহক চেক
গ. ভ্রমণকারীর চেক
ঘ. দাগকাটা চেক
৭০. তামিম অ্যান্ড কোং-এর অগ্রদত্ত অর্থের পরিমাণ ২,০০০ টাকা। মে মাস শেষে হাতে নগদ টাকার পরিমাণ ৬০০ টাকা। মে মাসে খরচের পরিমাণ কত?
ক. ৬০০ টাকা খ. ১,৪০০ টাকা
গ. ২,০০০ টাকা ঘ. ২,৬০০ টাকা
সঠিক উত্তর
অধ্যায় ২: ৬১.ক ৬২.ক ৬৩.গ ৬৪.ক ৬৫.ঘ ৬৬.খ ৬৭.ক ৬৮.ঘ ৬৯.ঘ ৭০.খ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা