অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

১১. নিচের কোনটি মানুষের সৃষ্ট গ্যাস?

ক. সিএফসি খ. নাইট্রোজেন

গ. অক্সিজেন ঘ. মিথেন

১২. সিএফসির পূর্ণ রূপ কী?

ক. ক্লিন ফ্লোরো কার্বন

খ. ক্লিয়ার ফ্লোরো কার্বন

গ. ক্লোরোফ্লুরো কার্বন

ঘ. ক্লোরো ফ্লাওয়ার কার্বন

১৩. হাইড্রো ক্লোরোফ্লুরো কার্বনের সংক্ষিপ্ত রূপ কী?

ক. এইচসিএফসি খ. এইচটিএফসি

গ. এইচডিএফসি ঘ. এইচএইচএফসি

১৪. পৃথিবীতে গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?

ক. ২০ ভাগ খ. ২২ ভাগ

গ. ২৩ ভাগ ঘ. ২৫ ভাগ

১৫. পৃথিবীতে গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?

ক. ১৯ ভাগ খ. ২০ ভাগ

গ. ২১ ভাগ ঘ. ২২ ভাগ

১৬. পৃথিবীতে গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?

ক. ৭০ ভাগ খ. ৮০ ভাগ

গ. ৯০ ভাগ ঘ. ১০০ ভাগ

১৭. কোন গ্যাসটি বাসার রেফ্রিজারেটর উত্পাদন করে?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. মিথেন ঘ. এইচসিএফসি

১৮. ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর কোনটি?

ক. ওজোন স্তর খ. আয়নস্ফিয়ার

গ. ট্রপোস্ফেয়ার ঘ. প্রথম স্তর

১৯. সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফেয়ারের গড় উচ্চতা কত কিমি?

ক. ১২ কিমি খ. ১৪ কিমি

গ. ১৬ কিমি ঘ. ১৯ কিমি

২০. ওজোন স্তর ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত?

ক. ১৫ কিমি খ. ১৬ কিমি

গ. ১৮ কিমি ঘ. ২০ কিমি

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.ঘ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা