[পূর্ববর্তী লেখার পর]
১৯. বাংলাদেশের মানুষের জীবন–জীবিকার পরিবর্তন আনতে প্রধান নিয়ামক কোনটি?
ক. জলবায়ু
খ. আবহাওয়া
গ. প্রাকৃতিক দুর্যোগ
ঘ. সামাজিক অবস্থা
২০. তিস্তা কোন নদীর উপনদী?
ক. পদ্মা খ. যমুনা
গ. ব্রহ্মপুত্র ঘ. মেঘনা
২১. নদী বাঁচাতে কী করণীয়?
ক. নিয়মিত খনন করা
খ. নদীতীরে বসতি স্থাপন
গ. নৌকা না চালানো
ঘ. নদীতীরে গাছপালা কেটে ফেলা
২২. বাংলাদেশের আয়তনের শতকরা কত ভাগ নদী আছে?
ক. ১০ ভাগ খ. ১৫ ভাগ
গ. ২০ ভাগ ঘ. ২৫ ভাগ
২৩. তিস্তা নদী দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ১৫০ কিমি খ. ১৬৫ কিমি
গ. ১৭৭ কিমি ঘ. ১৮৬ কিমি
২৪. কোন বাঁধটি চট্টগ্রামকে বন্যার হতে রক্ষা করে?
ক. তিস্তা বাঁধ খ. ডিমলা বাঁধ
গ. কাপ্তাই বাঁধ ঘ. ফারাক্কা বাঁধ
২৫. জলবিদ্যুৎ কেন্দ্র ও চট্টগ্রাম বন্দরের জন্য কোন নদীর গুরুত্ব সর্বাধিক?
ক. তিস্তা খ. কর্ণফুলী
গ. পদ্মা ঘ. মেঘনা
২৬. সাগর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে নদীর ওপর একটি সুবিশাল বিদ্যুৎ কারখানা দেখতে পেল। এটি কোন নদীর ওপর অবস্থিত?
ক. তিস্তা খ. মেঘনা
গ. কর্ণফুলী ঘ. মাতামুহুরী
২৭. আড়িয়াল খাঁ কার শাখা নদী?
ক. পদ্মার খ. গঙ্গার
গ. যমুনার ঘ. মেঘনার
২৮. তিব্বতের মানস সরোবরে কোন নদের উত্পত্তি হয়েছে?
ক. পদ্মা খ. মেঘনা
গ. ব্রহ্মপুত্র ঘ. কর্ণফুলী
২৯. দেশের বেশ কিছু নদীতে পানির প্রবাহ কম কেন?
ক. নৌযান বৃদ্ধি পাওয়ায়
খ. চর পড়ায়
গ. বাঁধ দেওয়ায়
ঘ. পানি দূষিত হওয়ায়
৩০. নাফ নদীর দৈর্ঘ্য কত?
ক. ৫৬ কিমি খ. ১২০ কিমি
গ. ২০৮ কিমি ঘ. ৩২০ কিমি
৩১. কোন ধরনের নদী থেকে জলবিদ্যুৎ উত্পাদন করা যায়?
ক. গভীর নদী খ. বড় নদী
গ. পাহাড়ি নদী ঘ. ছোট নদী
৩২. বাংলাদেশের বেশির ভাগ নদীর উত্স কোন দেশে?
ক. মিয়ানমারে খ. নেপালে
গ. ভারতে ঘ. ভুটানে
৩৩. কোনটি পদ্মার শাখা নদী নয়?
ক. মাথাভাঙা খ. ইছামতী
গ. ভৈরব ঘ. করতোয়া
৩৪. কোন নদীর উত্পত্তিস্থল লুসাই পাহাড়ে?
ক. পদ্মা খ. মেঘনা
গ. কর্ণফুলী ঘ. যমুনা
৩৫. কুশিয়ারা ও সুরমা নদী প্রবেশ করেছে—
ক. সুনামগঞ্জে
খ. হবিগঞ্জে
গ. সিলেটে
ঘ. মৌলভীবাজার জেলায়
৩৬. ক্রান্তীয় পাতাঝরা বনভূমিতে প্রধান বৃক্ষ কোনটি?
ক. গরান খ. জারুল
গ. গেওয়া ঘ. শাল
৩৭. তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—
i. কৃষিকাজে
ii. পানিনিষ্কাশনে
iii. বন্যা প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১৯.ক ২০.খ ২১.ক ২২.ক ২৩.গ ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.গ ২৯.খ ৩০.ক ৩১.গ ৩২.গ ৩৩.ঘ ৩৪.গ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.ঘ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]