প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হবে, তা দেখে নাও।
প্রশ্ন: বর্তমানে (২০২৩ সালের ৫ জুলাই) বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কয়টি?
উত্তর: ১৭টি
প্রশ্ন: বর্তমানে প্রথম বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কোনটি?
উত্তর: জামদানি শাড়ি
প্রশ্ন: বাংলাদেশের সর্বশেষ (৩৭তম) নদীবন্দরের নাম কী?
উত্তর: গাজীপুর নদীবন্দর
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোথায়?
উত্তর: যুক্তরাষ্ট্র
প্রশ্ন: বাংলাদেশ প্রথম কবে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করে?
উত্তর: ১৯৮৮ সালে
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত?
উত্তর: কর্ণফুলী নদীতে
প্রশ্ন: বর্তমানে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের নাম কী?
উত্তর: জেমস ওয়েব টেলিস্কোপ
প্রশ্ন: মহাজাগতিক মেঘের কেন্দ্রে কোন নবীন নক্ষত্রের জন্ম হচ্ছে?
উত্তর: প্রোটোস্টার এল ১৫২৭
প্রশ্ন: ‘টেসলা’ কী?
উত্তর: যুক্তরাষ্ট্রের একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান
প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কী?
উত্তর: র্যান্ড
প্রশ্ন: ‘ওপেক’ কী?
উত্তর: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
প্রশ্ন: SDGতে ক্লিন এনার্জির (পরিবেশবান্ধব জ্বালানি) বিষয়ে কোথায় বলা আছে?
উত্তর: ৭ নম্বর লক্ষ্যে
প্রশ্ন: মৌলিক রংয়ের নামগুলো লেখো?
উত্তর: লাল, নীল ও সবুজ।
প্রশ্ন: ‘ব্ল্যাকবক্স’ কোথায় থাকে?
উত্তর: উড়োজাহাজে
প্রশ্ন: প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে?
উত্তর: রাইবোজোমকে
প্রশ্ন: ডায়াবেটিস হয় কিসের অভাবে?
উত্তর: ইনসুলিনের অভাবে
প্রশ্ন: বর্তমানে সড়ক নিরাপত্তায় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি?
উত্তর: অ্যান্টিগুয়া
প্রশ্ন: কোথায় দিন-রাত সর্বত্র সমান?
উত্তর: নিরক্ষরেখায়।
প্রশ্ন: গ্রাফাইট কী?
উত্তর: একধরনের রূপান্তরিত শিলা
প্রশ্ন: পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উত্তর: সিলিকন
প্রশ্ন: এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
উত্তর: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়।
প্রশ্ন: ‘টুইটার’ কী?
উত্তর: সামাজিক যোগাযোগমাধ্যম
প্রশ্ন: ফেসবুকের মূল প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: মেটা
প্রশ্ন: মেটার ভার্চ্যুয়াল মুদ্রার নাম কী?
উত্তর: জাক বাকস
প্রশ্ন: ‘অশনি’ কী?
উত্তর: একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম
প্রশ্ন: জাপানের মুদ্রার নাম কী?
উত্তর: ইয়েন
প্রশ্ন: বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর: পাপুয়া নিউগিনি
প্রশ্ন: রশিয়ার পার্লামেন্টের নাম কী?
উত্তর: ডুমা
প্রশ্ন: রাশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রুবল
প্রশ্ন: ইউক্রেনের মুদ্রার নাম কী?
উত্তর: রিভনিয়া
প্রশ্ন: শান্তিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার কে পায়?
উত্তর: ইরানের মানবাধিকার কর্মী নাগি৴স মোহাম্মদী
প্রশ্ন: জাতিসংঘের বর্তমান সদস্যরাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর: ১৯৩টি
প্রশ্ন: Veto শব্দের অর্থ কী?
উত্তর: আমি মানি না
প্রশ্ন: ‘5G’ কী?
উত্তর: উচ্চগতির ইন্টারনেট সেবা
প্রশ্ন: বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: লুই আই কান
প্রশ্ন: FTA কী?
উত্তর: মুক্তবাণিজ্য চুক্তি
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী