বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

স্মরণীয় যাঁরা চিরদিন

৫. প্রশ্ন: রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়?

উত্তর: বাংলাদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য তাকে দানবীর বলা হয়।

৬. প্রশ্ন: দুজন শহিদ সাংবাদিকের নাম লেখো। তাঁরা কোথায় কীভাবে শহিদ হন সে সম্পর্কে লেখো।

উত্তর: দুজন শহিদ সাংবাদিকের নাম ও তাদের সম্পর্কে নিচে লেখা হলো–

শহিদ সাবের

তিনি ছিলেন মেধাবী লেখক ও সাংবাদিক । ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানিদের অগ্নিসংযোগে শহিদ সাবের ‘সংবাদ’ পত্রিকার অফিসে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান।

শহীদুল্লা কায়সার

তিনি একজন প্রখ্যাত লেখক ও সাংবাদিক। পাকিস্তানিরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তাঁকে তুলে নিয়ে যায়। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]