১০১. সামাজিকীকরণের প্রথম ধাপ কোনটি?
ক. পরিবার খ. সমাজ
গ. প্রতিবেশী ঘ. বিদ্যালয়
১০২. কাদের সঙ্গে ব্যক্তি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?
ক. প্রতিবেশীদের সঙ্গে
খ. জ্ঞাতিদের সঙ্গে
গ. সহকর্মীদের সঙ্গে
ঘ. সহপাঠীদের সঙ্গে
১০৩. আমরা যাঁদের সঙ্গে বৈবাহিক সূত্রে সম্পর্কযুক্ত, তাঁদের কোন ধরনের জ্ঞাতি বলে?
ক. বৈবাহিকসূত্রীয় জ্ঞাতি
খ. রক্ত–সম্পর্কীয় জ্ঞাতি
গ. কাল্পনিক জ্ঞাতি
ঘ. প্রথাগত জ্ঞাতি
১০৪. জ্ঞাতি সম্পর্ক প্রধানত কত প্রকার?
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
১০৫. রক্ত বা বৈবাহিক সূত্রে আবদ্ধ নয়, এমন ব্যক্তিদের সঙ্গেও আমরা রক্ত ও বৈবাহিক জ্ঞাতিদের মতোই আচরণ করি?
ক. প্রথাগত বন্ধন খ. কাল্পনিক বন্ধন
গ. বৈবাহিক বন্ধন ঘ. রক্ত–সম্পর্কিত বন্ধন
১০৬. সামাজিক সম্পর্ক নির্ণয়ে প্রধান ভূমিকা পালন করে—
i. রক্তের সম্পর্ক
ii. সম্প্রদায়গত সম্পর্ক
iii. বৈবাহিক বন্ধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৭. বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক কোন জ্ঞাতি সম্পর্কের অন্তর্ভুক্ত?
ক. রক্ত–সম্পর্কীয় খ. বৈবাহিক
গ. কাল্পনিক ঘ. প্রথাগত
১০৮. পাড়া-প্রতিবেশী, চেনা-পরিচিত, নিজ ধর্ম বা আদর্শের ব্যক্তির সম্পর্ককে কী বলে?
ক. প্রথাগত জ্ঞাতি খ. বৈবাহিক জ্ঞাতি
গ. কাল্পনিক জ্ঞাতি ঘ. রক্ত–সম্পর্কিত জ্ঞাতি
১০৯. প্রাচীন কিংবা আধুনিক প্রায় সব সমাজেই সমাজকাঠামোর অন্যতম মূল ভিত্তি কোনটি?
ক. সামাজিক সম্পর্ক খ. জ্ঞাতি সম্পর্ক
গ. রাজনৈতিক সম্পর্ক ঘ. ধর্মীয় সম্পর্ক
১১০. জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হতে পারে কেন?
ক. জাতি সম্পর্কের অবহেলা করতে গিয়ে
খ. জ্ঞাতি সম্পর্কের ওপর অত্যধিক গুরুত্ব দিতে গিয়ে
গ. জ্ঞাতিসম্পর্কের উন্নতি করতে গিয়ে
ঘ. জ্ঞাতির সংখ্যা বৃদ্ধি করতে গিয়ে
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১০১.ক ১০২.খ ১০৩.ক ১০৪.খ ১০৫.খ ১০৬.খ ১০৭.ঘ ১০৮.ক ১০৯.খ ১১০.খ
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা