অষ্টম শ্রেণির পড়াশোনা
৭১. দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কী হচ্ছে?
ক. হ্রাস পাচ্ছে খ. বৃদ্ধি পাবে
গ. কমে যাচ্ছে ঘ. বৃদ্ধি পাচ্ছে
৭২. অনলাইনে ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করতে—
i. ছদ্মনাম ব্যবহার করেন
ii. প্রকৃত নাম ব্যবহার করেন
iii. প্রকৃত বা ছদ্ম কোনো পরিচয় দেন না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩. অনলাইনে ব্যক্তির পরিচিতির জন্য প্রয়োজন—
i. সামাজিক যোগাযোগের সাইটে তাঁর প্রোফাইলের নাম
ii. তাঁর বাসার ঠিকানা
iii. ই-মেইল ঠিকানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৪. নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেটওয়ার্কে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়?
ক. পাসওয়ার্ড খ. কপিরাইট
গ. তথ্য আইন ঘ. স্প্যাম
৭৫. কোনো ডকুমেন্টের নিরাপত্তার জন্য কী দেওয়া হয়?
ক. লিংক খ. সংরক্ষণ
গ. পাসওয়ার্ড ঘ. সেফটি লিংক
৭৬. পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?
ক. সহজ খ. সংক্ষিপ্ত
গ. দীর্ঘ ঘ. কঠিন
৭৭. তথ্য কমিশন গঠনের উদ্দেশ্য—
i. তথ্য প্রকাশ করা
ii. বিভিন্ন অভিযোগ গঠন করা
iii. তথ্য অধিকার আইনের বাস্তবায়ন তদারক করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৮. তথ্য কমিশন তথ্য অধিকার আইনের কী হিসেবে কাজ করে?
ক. দায়িত্বশীল খ. গতিশীল
গ. সরকারি ঘ. অভিভাবক
৭৯. পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার জন্য উচিত–
i. ছোট হাতের ও বড় হাতের অক্ষর ব্যবহার করা
ii. শব্দ, বাক্য, সংখ্যা ও প্রতীকের সমন্বয়
iii. কোনো প্রিয় বাক্য ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮০. নিচের কোনটি দ্বারা সাইবার অপরাধ ঘটে?
ক. ই-মেইল খ. মোবাইল
গ. রেডিও ঘ. টিভি
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৭১.ঘ ৭২.ঘ ৭৩.খ ৭৪.ক ৭৫.গ ৭৬.গ ৭৭.খ ৭৮.ঘ ৭৯.ঘ ৮০.ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা