অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।
a < b ও 100 ≤ a, b ≤ 1000 এর জন্য এমন কতগুলো ধনাত্নক পূর্ণসংখ্যার ক্রমজোড় (a, b) আছে যেন gcd(a, b) ∶ lcm(a, b) = 1 ∶ 495 হয় ?
মনে করি, a = d∙x এবং b = d∙y, যেখানে gcd(x, y) = 1 এবং x < y। তাহলে, gcd(a, b) = d এবং lcm(a, b) = d∙x∙y।
প্রশ্নমতে, gcd(a, b) ∶ lcm(a, b) = 1 ∶ 495
বা, d: d∙x∙y = 1: 495
বা, 1/x∙y = 1/495
বা, x∙y = 495 … … … (i)
এখন, 495 = 1 × 495 = 3 × 165 = 5 × 99 = 9 × 55 = 11 × 45 = 15 × 33
কেইস–১: (x, y) = (1, 495) এর জন্য পাই, b = 495a। কিন্তু 100 ≤ a, b ≤ 1000, তাই (x, y) = (1, 495) গ্রহণযোগ্য নয়।
কেইস–২: (x, y) = (3, 165) এর জন্য পাই, gcd(x, y) = 3। কিন্তু gcd(x, y) = 1, তাই (x, y) = (3, 165) গ্রহণযোগ্য নয়।
কেইস–৩: (x, y) = (5, 99) এর জন্য পাই, 20 ≤ d ≤ 200 (a = d∙x হতে) এবং 2 ≤ d ≤ 10 (b = d∙y হতে)। কিন্তু 20 ≤ d ≤ 200 ও 2 ≤ d ≤ 10 এর মধ্যে কোনো সাধারণ মান নেই। তাই (x, y) = (5, 99) গ্রহণযোগ্য নয়।
কেইস–৪: (x, y) = (9, 55) এর জন্য পাই, 12 ≤ d ≤ 111 (a = d∙x হতে) এবং 2 ≤ d ≤ 18 (b = d∙y হতে)। 12 ≤ d ≤ 111 এবং 2 ≤ d ≤ 18 এর মধ্যে 7টি সাধারণ মান আছে।
কেইস–৫: (x, y) = (11, 45) এর জন্য পাই, 10 ≤ d ≤ 90 (a = d∙x হতে) এবং 3 ≤ d ≤ 22 (b = d∙y হতে)। 10 ≤ d ≤ 90 এবং 3 ≤ d ≤ 22 এর মধ্যে 13টি সাধারণ মান আছে।
কেইস–৬: (x, y) = (15, 33) এর জন্য পাই, gcd(x, y) = 3। কিন্তু gcd(x, y) = 1, তাই (x, y) = (15, 33) গ্রহণযোগ্য নয়।
∴ 20 জোড়া ধনাত্নক পূর্ণসংখ্যার ক্রমজোড় (a, b) আছে।