৭১. উইন্ডোজ কী?
ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম
খ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম
ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
৭২. http–এর পূর্ণরূপ কোনটি?
ক. Hypertext Transfer Protocol
খ. Hyper Text Transfer Permissior
গ. Hyper Text Tansformation Protocol
ঘ. Hyper Text Transit Pass
৭৩. http–এর ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করা হয় কত সালে?
ক. ১৯৫৩ সালে খ. ১৯৫৫ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৮৯ সালে
৭৪. www–এর জনক কে?
ক. রেমন্ড স্যামুয়েল
খ. স্টিভ জবস
গ. টিমোথি জন বার্নাস-লি
ঘ. জেমস ক্লার্ক
৭৫. প্রথম ইন্টারনেট প্রটোকলের ধারণা দেন কে?
ক. গুগলিয়েলমো মার্কনি
খ. মার্ক জাকারবার্গ
গ. স্টিভ জবস
ঘ. স্যামুয়েল টমলিনসন
৭৬. ইন্টারনেট কী?
ক. ই-মেইল
খ. ওয়েবের সমষ্টি
গ. একটি নেটওয়ার্ক
ঘ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
৭৭. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে ছিলেন?
ক. বিল গেটস
খ. মার্ক জাকারবার্গ
গ. গুগলিয়েলমো মার্কনি
ঘ. ম্যাক্সওয়েল
৭৮. ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?
ক. ভিডিও ওয়েবসাইট
খ. বাণিজ্যিক ওয়েবসাইট
গ. এনসাইক্লোপিডিয়া
ঘ. সামাজিক যোগাযোগ সাইট
৭৯. ফেসবুক চালু হয় কত সালে?
ক. ১৯৮১ সালে খ. ১৯৮৪ সালে
গ. ২০০৪ সালে ঘ. ২০১৮ সালে
৮০. বর্তমানে শ্রেণিকক্ষে পাঠ দিতে শিক্ষক কিসের সাহায্য নিতে পারেন?
ক. ই–লার্নিংয়ের
খ. মাল্টিমিডিয়ার
গ. লাইব্রেরির
ঘ. ই–বুকের
সঠিক উত্তর
অধ্যায় ১: ৭১.গ ৭২.ক ৭৩.ঘ ৭৪.গ ৭৫.ঘ ৭৬.ঘ ৭৭.খ ৭৮.ঘ ৭৯.গ ৮০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা