৭৪. ব্যবস্থাপনা শাস্ত্রে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কয়টি ‘M’-এর বিষয় উল্লেখ রয়েছে?
ক. ৬টি খ. ৮টি
গ. ১২টি ঘ. ১৪টি
৭৫. ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি?
ক. সমন্বয়সাধন খ. পরিকল্পনা
গ. প্রেষা ঘ. সংগঠন
৭৬. বিচ্যুতি নির্ণয় ও বিশ্লেষণ ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্গত?
ক. নির্দেশনা খ. সমন্বয়
গ. নিয়ন্ত্রণ ঘ. কর্মীর সংস্থান
৭৭. ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বতন অধস্তন সম্পর্ক নিরূপণ করে?
ক. কাজের পরিধি খ. কাজ
গ. পরিকল্পনা ঘ. নির্দেশনা
৭৮. প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী?
ক. মানবসম্পদ খ. মূলধন
গ. ভূমি ঘ. যন্ত্রপাতি
৭৯. পদোন্নতি ব্যবস্থাপনার কোন কাজের অন্তভুর্ক্ত?
ক. সংগঠন খ. কর্মীসংস্থান
গ. নিয়ন্ত্রন ঘ. নির্দেশনা
৮০. ব্যবস্থাপনা চক্রে পরিকল্পনার পূর্ববর্তী কাজ কোনটি?
ক. প্রেষণা খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ ঘ. সমন্বয়
৮১. ব্যবস্থাপনার সকল কাজের ভিত্তি কোনটি?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. নেতৃত্ব ঘ. নিয়ন্ত্রণ
৮২. কোনটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপনার মানবীয় উপকরণ
ক. রাজস্ব খ. কাঁচামাল
গ. দক্ষতা ঘ. জনশক্তি
৮৩. ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কী?
ক. সমন্বয় খ. নেতৃত্বদান
গ. পরিকল্পনা ঘ. সংগঠন
৮৪. ব্যবস্থাপনা একটি—
i. বিজ্ঞান
ii. কলা
iii. নির্দেশনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৭৪.ক ৭৫.খ ৭৬.গ ৭৭.ঘ ৭৮.ক ৭৯.খ ৮০.গ ৮১.ক ৮২.ঘ ৮৩.গ ৮৪.ক
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা