বংশবৃদ্ধি - জীববিজ্ঞান, অধ্যায় ১ | এসএসসি ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১৯. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি?

ক. প্রজাতি খ. গণ 

গ. গোত্র ঘ. বর্গ

২০. Protista রাজ্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে—

i. দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত

ii. সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে

iii. ভ্রূণ গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?

ক. বিবর্তনবিদ্যা খ. বংশগতিবিদ্যা 

গ. বন্য প্রাণিবিদ্যা ঘ. শারীরবিদ্যা

২২. নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব?

ক. মনেরা খ. প্রোটিস্টা 

গ. ফানজাই ঘ. প্লানটি

২৩. কোনটিতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে?

ক. অ্যামিবা খ. প্যারামেসিয়াম 

গ. ডায়াটম ঘ. পেনিসেলিয়াম

২৪. কোনটি হেটারোট্রফিক?

ক. অ্যালজি খ. প্লানটি 

গ. মনেরা ঘ. অ্যানিমেলিয়া

২৫. জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?

ক. এন্টোমোলজি   খ. ইকোলজি 

গ. মাইক্রোবায়োলজি  ঘ. এন্ডোক্রাইনোলজি

২৬. Apis indica কোনটি সরবরাহ করে?

ক. আঁশ খ. মধু 

গ. প্রোটিন ঘ. ডিম

২৭. যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে—

i. ফানজাই ii. প্লানটি

iii. অ্যানিমোলিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii  

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কোনটি?

ক. Oryza sativa 

খ. Nymphaea nouchali 

গ. Hibiscus sinensis 

ঘ. Artocarpus heterophyllus

২৯. ব্যাকটেরিয়া কোন রাজ্যের প্রাণী?

ক. মনেরা খ. প্রোটিস্টা   

গ. ফানজাই ঘ. প্লানটি

৩০. ‘ফানজাই’–এর কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?

ক. ক্লোরোপ্লাস্ট খ. কাইটিন 

গ.  শৈবাল  ঘ. ক্রোমোজোম

৩১. মনেরা রাজ্যের প্রাণীর কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় হয়ে থাকে?

ক. বিভাজন খ. দ্বিবিভাজন 

গ. সংশ্লেষণ  ঘ. সংযোজন

৩২. ‘ফানজাই’ রাজ্যে নিচের কোনটি  অনুপস্থিত?

ক. ক্লোরোপ্লাস্ট খ. কাইটিন 

গ. মৃতজীবী ঘ. ইস্ট

৩৩. উন্নত সবুজ উদ্ভিদের রাজ্য কোনটি?

ক. ফানজাই খ. প্লানটি 

গ. মনেরা ঘ. সুপার কিংডম

৩৪. টমাস কেভলিয়ার–স্মিথ ২০০৪ সালে জীবজগতের প্রোটিস্টাকে কয়টি ভাগে ভাগ করেছেন? 

ক. ২টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৯. ক ২০. খ ২১. গ ২২. ক  ২৩. ঘ ২৪. ঘ ২৫. ক. ২৬. খ ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. খ ৩১. খ ৩২. ক ৩৩. খ ৩৪. ক

মোহাম্মদ আক্তার উজ জামানপ্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা