১. অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুবার ব্যবহৃত হওয়া শব্দকে কী বলে?
ক. শব্দ পরিবর্তন খ. শব্দদ্বিত্ব
গ. শব্দ গঠন ঘ. শব্দ প্রয়োগ
২. শব্দদ্বিত্ব কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৩. পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কী বলে?
ক. অনুকার দ্বিত্ব খ. পুনরাবৃত্ত দ্বিত্ব
গ. ধনাত্মক দ্বিত্ব ঘ. পদদ্বিত্ব
৪. কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়?
ক. অনুকার দ্বিত্বে খ. পুনরাবৃত্ত দ্বিত্বে
গ. ধনাত্মক দ্বিত্বে ঘ. ক ও খ উভয়ই
৫. কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ?
ক. চুপচাপ খ. সুরে সুরে
গ. চোখে চোখে ঘ. ঢং ঢং
৬. বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি?
ক. ঝাঁকে ঝাঁকে খ. হায় হায়
গ. ঘুম ঘুম ঘ. কত কত
৭. কোন ধরনের দ্বিত্ব প্রয়োগে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়?
ক. অনুকার দ্বিত্ব খ. ধনাত্মক দ্বিত্ব
গ. পুনরাবৃত্ত দ্বিত্ব ঘ. পদদ্বিত্ব
৮. কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে কী বলে?
ক. পদদ্বিত্ব খ. শব্দদ্বিত্ব
গ. ধনাত্মক দ্বিত্ব ঘ. পদাত্মক দ্বিত্ব
৯. ঘুম ঘুম চোখে কাজ করেছি।—এ বাক্যে ‘ঘুম ঘুম’ কোন ধরনের দ্বিত্ব?
ক. ধনাত্মক দ্বিত্ব খ. পুনরাবৃত্ত দ্বিত্ব
গ. অনুকার দ্বিত্ব ঘ. পদন্বিত
১০. অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে।—এ নিয়মের উদাহরণ কোনটি?
ক. মোটাসোটা খ. সুরে সুরে
গ. ঝাল–টাল ঘ. চুপচাপ
সঠিক উত্তর
পরিচ্ছদ ১৪: ১.খ ২.খ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.গ ৯.খ ১০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা