এসএসসি পরীক্ষা ২০২৩ - বিশেষ পরামর্শ
এসএসসি পরীক্ষায় তোমার বিষয়গুলোর ওপর যথাযথ প্রস্তুতি নিতে হবে। প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দেবে। যাতে করে ছোট ছোট ভুল পরীক্ষার আগেই ঠিক করে নিতে পারো।
গণিত বিষয়ের প্রতিটি অধ্যায়ের সূত্রগুলো মাঝে মাঝে পড়ে আত্মস্থ করে নেবে। প্রতিদিন গণিতের কয়েকটি সমস্যার সমাধান অনুশীলন করবে। মূল পরীক্ষা যাতে সুন্দর ও ঠিকভাবে দেওয়া যায়, এ জন্য মনোবল ঠিক রাখতে হবে।
ভূগোল ও পরিবেশ, জীববিজ্ঞান বিষয়ে চিত্রগুলো আকার অনুশীলন করবে।
প্রস্তুতিতে কোনো ধরনের অবহেলা করা যাবে না। করোনার কারণে দুই বছর পড়াশোনায় ঘাটতি থাকতে পারে। কোনো বিষয়ে যদি বোঝার কোনো ঘাটতি বা সংশয় থাকে, তাহলে শ্রেণিশিক্ষকদের পরামর্শ নিতে হবে।
অভিভাবকদের প্রতি পরামর্শ হলো, সন্তানদের পরীক্ষার প্রস্তুতির জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করবেন। ছেলেমেয়েরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে পড়ালেখা করতে পারে, তার জন্য সহযোগিতা করবেন। সন্তানদের কোনো ধরনের মানসিক চাপ দেবেন না।
মো. কবির খান, প্রধান শিক্ষক, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, সিলেট