সপ্তম শ্রেণির পড়াশোনা
প্রিয় শিক্ষার্থী, নতুন শিক্ষাক্রমের নতুন ইংরেজি বই নিয়ে তোমরা ধারাবাহিকভাবে পড়াশোনা শুরু করেছ। ইংরেজির প্রতিটি শব্দ ভালো করে পড়বে এবং অর্থ জেনে নেবে।
নিয়মগুলো পুনরায় পড়ো এবং তোমার পাঠ্যবইতে দেওয়া সব adjective–এর comparative আর superlative degree–গুলো খুঁজে বের করে লেখো।
Slow, Beautiful, Happy, Dangerous, Ugly, Thin, Famous, Far, Cold, Handy, Talented, Fat
ইকবাল খান,প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা