১. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
ক. মাথার ওপরে নীল আকাশ
খ. ভালো করে খেয়ে নাও
গ. মন দিয়ে লেখাপড়া করো
ঘ. বহুদিন ধরে অপেক্ষা করে আছি
৩. নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
ক. এমন কাজ তোমার দ্বারা হবে না
খ. কার কাছে গেলে জানা যাবে?
গ. সবার সামনে থাকবে
ঘ. তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি
৪. ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ?
ক. ক্রিয়াজাত অনুসর্গ
খ. ক্রিয়ামুখী অনুসর্গ
গ. ক্রিয়াধর্মী অনুসর্গ
ঘ. ক্রিয়ালগ্ন অনুসর্গ
৫. অনুসর্গ বসে এমন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে?
ক. অ, য় খ. কে, রে
গ. কে, র ঘ. এ, তে
৬. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?
ক. ভালো করে খেয়ে নাও
খ. আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা
গ. সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে
ঘ. মন দিয়ে লেখাপড়া করা দরকার
৭. ‘তুমি ছাড়া আমি যাব না’—এখানে ‘ছাড়া’ কী?
ক. উপসর্গ খ. অনুসর্গ
গ. বিভক্তি ঘ. যোজক
৮. সাধারণ অনুসর্গ কী ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. সর্বনাম ঘ. ক্রিয়া
৯. ‘অনুসর্গ’ শব্দের কোথায় বসে?
ক. আগে খ. পরে
গ. মাঝে ঘ. কোথাও না
১০. ‘আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের খেলা।’—এখানে অনুসর্গ কোনটি?
ক. আজ খ. বাংলাদেশ
গ. বনাম ঘ. খেলা
সঠিক উত্তর
পরিচ্ছেদ ২৩: ১.ক ২.ক ৩.ঘ ৪.ক ৫.গ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.খ ১০.গ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা