পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১.উন্নত দেশের শ্রমিকদের উৎপাদন ক্ষমতা অনেক বেশি হওয়ার কারণ কী?
ক. শিক্ষার প্রসার
খ. কারিগরি জ্ঞানের উন্নতি
গ. প্রযুক্তির প্রসার
ঘ. কারখানার পরিবেশ
১২.কীভাবে একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়?
ক. প্রাকৃতিক সম্পদের স্বল্পতায়
খ. শ্রমিকের অভাবে
গ. রাজনৈতিক অস্থিতিশীলতায়
ঘ. প্রাথমিক পণ্যের স্বল্পতায়
১৩. উন্নত দেশের বৈশিষ্ট্য হলো—
i. পর্যাপ্ত মূলধন
ii. কৃষিভিত্তিক অর্থনীতি
iii. রাজনৈতিক স্থিতিশীলতা
নিচের কোন সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. কোন দেশের কৃষি উৎপাদন ব্যবস্থা ও প্রযুক্তি সনাতনী?
ক. উন্নত খ. অতি উন্নত
গ. অনুন্নত ঘ. পুঁজিবাদী
১৫. অনুন্নত দেশে বিরাজমান দারিদ্র্যের দুষ্টচক্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিসের ওপর নির্ভরশীল?
ক. স্থবির খ. অতি দ্রুত
গ. বর্ধনশীল ঘ. মন্থর
১৬.অনুন্নত দেশে বাণিজ্যের ভারসাম্য কীরূপ থাকে?
ক. সুষম খ. অনুকূল
গ. ঘাটতি ঘ. উদ্ধৃত্ত
১৭. অনুন্নত দেশে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
ক. আমদানি>রপ্তানি
খ. আমদানি<রপ্তানি
গ. আমদানি= রপ্তানি
ঘ. আমদানি /রপ্তানি
১৮. উন্নয়নশীল দেশে শিল্পের প্রসার কম কেন?
ক. কৃষিপ্রধান বলে
খ. শিল্পপ্রধান বলে
গ. প্রকৃতির পূজারি বলে
ঘ. সামাজিক বাধা আছে বলে
১৯. উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ কিসের ওপর নির্ভরশীল?
ক. শিল্পের খ. কৃষির
গ. বিদেশের ঘ. ব্যবসার
২০. উন্নয়নশীল দেশে কোনটি থেকে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে?
ক. শিল্প থেকে খ. কৃষি থেকে
গ. বিদেশ থেকে ঘ. ব্যবসা থেকে
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১১.খ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.খ
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা