প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, অধ্যায় ৩, অধ্যায় ৪ ও অধ্যায় ১০ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।
অধ্যায় ১
১. ‘ইতিহাসের জনক’ বলা হয় কাকে?
ক. সক্রেটিসকে খ. অ্যারিস্টটলকে
গ. হেরোডোটাসকে ঘ. আইনস্টাইনকে
২. ‘বস্তুনিষ্ঠতা’ ও ‘নিরপেক্ষতা’ বিষয়টি ইতিহাসের কী?
ক. রূপরেখা খ. মাধুর্য
গ. বৈশিষ্ট্য ঘ. গঠন
৩. ‘আধুনিক ইতিহাসের জনক’ বলা হয় কাকে?
ক. লিওপোল্ড ফন র৵াংকে
খ. ড. জনসন
গ. ই এইচ কার
ঘ. হেরোডোটাস
৪. ইতিহাস কীভাবে অতীতকে পুনর্গঠিত করে?
ক. অতীত কাহিনির সারবস্তু নিয়ে
খ. যুদ্ধবিগ্রহের কাহিনি নিয়ে
গ. সঠিক ও সত্যনিষ্ঠ তথ্য দিয়ে
ঘ. নিছকই ঘটে যাওয়া কাহিনি নিয়ে
৫. ইতিহাসের উপাদান কী কারণে সংরক্ষণ করা হয়?
ক. অতীতকে জানার জন্য
খ. গবেষণাপত্র রচনার জন্য
গ. জাদুঘরে রাখার জন্য
ঘ. সাহিত্য রচনার জন্য
৬. ‘যা কিছু ঘটে তা–ই ইতিহাস।’— এ উক্তিটি কার?
ক. হেরোডোটাসের খ. ড. জনসনের
গ. ই বি টেইলরের ঘ. র৵াপসনের
৭. লামা তারনাথ গোপালের সিংহাসনে আরোহণ সম্পর্কে যে বিবরণ দিয়েছেন, তা কীরূপ?
ক. উপন্যাস খ. কল্পকাহিনি
গ. ছোটগল্প ঘ. বাস্তব কাহিনি
৮. ‘মৈমনসিংহ গীতিকা’ ইতিহাসের কোন ধরনের উপাদান?
ক. লিখিত খ. অলিখিত
গ. ঐতিহাসিক ঘ. ভৌগোলিক
৯. উয়ারী–বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক. সিলেট খ. নরসিংদী
গ. বগুড়া ঘ. নওগাঁ
১০. ইতিহাসের উপাদান হিসেবে সমর্থনযোগ্য—
i. মৌলিক উপাদান
ii. লিখিত উপাদান
iii. অলিখিত উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. তাম্রশাসন বলার কারণ ছিল—
i. তামার ব্যবহার চালু করার জন্য
ii. তামার মুদ্রা চালু করার জন্য
iii. তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা দেওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কোন ইতিহাসের অন্তর্ভুক্ত হবে?
ক. স্থানীয় ইতিহাস খ. আঞ্চলিক ইতিহাস
গ. জাতীয় ইতিহাস ঘ. আন্তর্জাতিক ইতিহাস
১৩. ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য কী?
ক. গবেষণা খ. শুধু অতীতের ঘটনাবলি
গ. যুদ্ধের বর্ণনা ঘ. অতীত সংরক্ষণ
১৪. ইতিহাসের বিস্তৃতির প্রকৃতি কীরূপ?
ক. স্থিতিশীল খ. প্রাণহীন
গ. অপরিবর্তনীয় ঘ. সম্প্রসারণশীল
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শাহেদ তার চাচার সঙ্গে লালবাগের কেল্লা দেখতে যায়। সেখানে তারা মোগল সম্রাটদের পোশাক, অস্ত্র, মুদ্রা, নথিপত্র, সাহিত্য, জীবনী ইত্যাদি দেখতে পায়।
১৫. শাহেদের দেখা মুদ্রা ইতিহাসের কোন ধরনের উপাদান?
ক. জাতীয় খ. লিখিত
গ. অলিখিত ঘ. ব্যক্তিগত
১৬. শাহেদের দেখা কোন উপাদান মহাফেজখানায় সংরক্ষণ করা হয়?
ক. মুদ্রা ও জীবনী খ. পোশাক ও অস্ত্র
গ. নথিপত্র ঘ. অস্ত্র ও মুদ্রা
১৭. কোন শাস্ত্র ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়?
ক. দর্শন খ. মনোবিজ্ঞান
গ. ইতিহাস ঘ. যুক্তিবিদ্যা
১৮. একই ইতিহাসের বর্ণনা, ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়। কারণ, প্রতিটি মানুষের—
i. পর্যবেক্ষণের ক্ষমতা ভিন্ন
ii. দৃষ্টিভঙ্গি ভিন্ন
iii. গঠনগত দিক ভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ইতিহাসের পরিসর সম্প্রসারিত হচ্ছে—
i. মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের ফলে
ii. মানুষের ধর্মীয় সচেতনতার ফলে
iii. মানুষের কর্মধারার পরিবর্তনের ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কিসের জ্ঞান মানুষকে সচেতন করে তোলে?
ক. মনোবিজ্ঞান খ. পদার্থবিজ্ঞান
গ. ইতিহাস ঘ. নৃবিজ্ঞান
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.গ ২.গ ৩.ক ৪.গ ৫.ক ৬.খ ৭.খ ৮.ক ৯.খ ১০.গ ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ
অধ্যায় ৩
১. বাংলার জনপদের অন্তর্ভুক্ত—
i. দণ্ডভুক্তি
i. উত্তর রাঢ়
iii. দক্ষিণ রাঢ়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২. পুণ্ড্রনগরের বর্তমান নাম কী?
ক. পাহাড়পুর খ. সোমপুর
গ. বিহার ঘ. মহাস্থানগড়
৩. মহাভারতে কোন জাতির উল্লেখ আছে?
ক. পুণ্ড্র খ. বঙ্গ
গ. গৌড় ঘ. চন্দ্রদ্বীপ
৪. বর্তমানে বাংলাদেশের যে অঞ্চল বঙ্গ জনপদ নামে পরিচিত ছিল, তা হলো—
i. পূর্ব দিক
ii. দক্ষিণ দিক
iii. দক্ষিণ-পূর্ব দিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. বঙ্গের কয়টি অঞ্চলের নাম পাওয়া যায়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৬. আধুনিক কালে গৌড়ের অন্তর্ভুক্ত হলো—
i. লক্ষ্মণাবতী
ii. মুশি৴দাবাদ
iii. বীরভূম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. বর্তমান বগুড়া, রাজশাহী, দিনাজপুর ও রংপুর নিয়ে কোন জনপদ গড়ে উঠেছিল?
ক. বঙ্গ খ. পুণ্ড্র
গ. সমতট ঘ. হরিকেল
৮. স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. সমুদ্র গুপ্ত খ. অশোক
গ. শশাঙ্ক ঘ. চন্দ্রগুপ্ত
৯. মহাস্থানগড়ের পূর্বনাম কী ছিল?
ক. বঙ্গ খ. গৌড়
গ. সমতট ঘ. পুণ্ড্র
১০. পুণ্ড্র রাজ্যের রাজধানীর নাম কী?
ক. কর্ণসুবর্ণ খ. গৌড়
গ. বঙ্গ ঘ. পুণ্ড্রনগর
১১. বঙ্গ জনপদের কয়জন রাজার নাম
পাওয়া যায়?
ক. ৪ জন খ. ৫ জন
গ. ৬ জন ঘ. ৭ জন
১২. বাংলার সবচেয়ে ‘সমৃদ্ধ জনপদ’ ছিল কোনটি?
ক. হরিকেল খ. তাম্রলিপ্ত
গ. চন্দ্রদ্বীপ ঘ. পুণ্ড্র
১৩. গৌড়ের রাজধানীর নাম কী ছিল?
ক. কর্ণসুবর্ণ খ. গৌড়
গ. বঙ্গ ঘ. পুণ্ড্রনগর
১৪. গৌড় রাজ্যের অবস্থান কোথায় ছিল?
ক. বগুড়ায়
খ. বর্তমান মুর্শিদাবাদ জেলায়
গ. বরিশালে
ঘ. আসাম অঞ্চলে
১৫. বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল—
i. বগুড়া
ii. পাবনা ও রাজশাহী
iii. দিনাজপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. বাঙালি জাতির উদ্ভব কোন জনপদ থেকে?
ক. হরিকেল খ. পুণ্ড্র
গ. গৌড় ঘ. বঙ্গ
১৭. চন্দ্রদ্বীপ জনপদটি অন্যান্য জনপদ থেকে আলাদা, কারণ—
i. নদীতীরবর্তী হওয়ায়
ii. আয়তনের কারণে
iii. সমৃদ্ধ নগরীর জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৮. কুমিল্লার প্রাচীন নাম কী?
ক. হরিকেল খ. বরেন্দ্র
গ. সমতট ঘ. ত্রিপুরা
১৯. হরিকেলের দক্ষিণে কোন জনপদের অবস্থান ছিল?
ক. চন্দ্রদ্বীপ খ. বরেন্দ্র
গ. তাম্রলিপ্ত ঘ. সমতট
২০. বরেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল—
i. বগুড়া
ii. পাবনা
iii. দিনাজপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ঘ ২.ঘ ৩.ক ৪.খ ৫.ক ৬.ক ৭.খ ৮.গ ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.ঘ
অধ্যায় ৪
১. দেবদের রাজত্ব বিস্তৃত ছিল কোথায়?
ক. গৌড়ে খ. বঙ্গে
গ. পুণ্ড্রে ঘ. সমতটে
২. কে শালবন বিহার নির্মাণ করেন?
ক. অতীশ দীপঙ্কর খ. অশোক
গ. শ্রীভবদেব ঘ. শশাংক
৩. কান্তিদেবের রাজধানীর নাম কী ছিল?
ক. কুমিল্লা খ. সিলেট
গ. ময়নামতি ঘ. বর্ধমানপুর
৪. চন্দ্রবংশের শাসকগণ প্রায় কত বছর রাজত্ব করেন?
ক. ১০০ বছর খ. ১৫০ বছর
গ. ২০০ বছর ঘ. ২৫০ বছর
৫. চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে?
ক. শ্রীচন্দ্র খ. লডহচন্দ্র
গ. গোবিন্দচন্দ্র ঘ. কল্যাণচন্দ্র
৬. চন্দ্ররাজাদের মূল কেন্দ্র ছিল কোনটি?
ক. ময়নামতি খ. সোমপুর বিহার
গ. লালমাই পাহাড় ঘ. মহাস্থানগড়
৭. ত্রৈলোক্যচন্দ্রের উপাধি কী ছিল?
ক. মহারাজাধিরাজ খ. পরমেশ্বর
গ. পরমভট্টারক ঘ. পরম সৌগত
৮. চন্দ্রবংশের শেষ রাজা কে ছিলেন?
ক. ত্রৈলোক্যচন্দ্র খ. লডহচন্দ্র
গ. কল্যাণচন্দ্র ঘ. গোবিন্দচন্দ্র
৯. বল্লাল সেনের শাসনকাল কোনটি?
ক. ১১৬০–১১৭৮ খ্রিষ্টাব্দ
খ. ১১৬১–১১৭৯ খ্রিষ্টাব্দ
গ. ১১৬২–১১৮০ খ্রিষ্টাব্দ
ঘ. ১১৬৩–১১৮১ খ্রিষ্টাব্দ
১০. ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ গ্রন্থের লেখক কে?
ক. টেকচাঁদ ঠাকুর খ. বল্লাল সেন
গ. সন্ধ্যাকর নন্দী ঘ. লক্ষ্মণ সেন
১১. লক্ষ্মণ সেনের শাসনকাল কোনটি?
ক. ১১৭৭–১২০৪ খ্রিষ্টাব্দ
খ. ১১৭৮–১২০৪ খ্রিষ্টাব্দ
গ. ১১৭৯–১২০৬ খ্রিষ্টাব্দ
ঘ. ১১৮০–১২০৭ খ্রিষ্টাব্দ
১২. বখতিয়ার খলজি কত শতকে নদীয়া আক্রমণ করেন?
ক. দশম খ. একাদশ
গ. দ্বাদশ ঘ. ত্রয়োদশ
১৩. বাংলায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কোন স্থানকে কেন্দ্র করে?
ক. গৌড় খ. বঙ্গ
গ. পুণ্ড্র ঘ. হরিকেল
১৪. কোনটি ‘গঙ্গারিডই’ জাতির বাসস্থান ছিল?
ক. গঙ্গা ও পদ্মা নদীর মধ্যবর্তী অঞ্চল
খ. গঙ্গা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চল
গ. ভাগীরথী ও পদ্মা নদীর মধ্যবর্তী অঞ্চল
ঘ. ভাগীরথী ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল
১৫. অশোক কোন বংশের রাজা ছিলেন?
ক. পাল খ. সেন
গ. গুপ্ত ঘ. মৌর্য
১৬. পাটলি পুত্রের নন্দবংশীয় রাজার নাম কী?
ক. গোপাল খ. মগধাদি
গ. শশাংক ঘ. আলেকজান্ডার
১৭. প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসকের নাম কী?
ক. শশাংক খ. গোপাল
গ. গোচন্দ্র পাল ঘ. দেব পাল
১৮. শশাংকের রাজধানী কোথায় ছিল?
ক. মেদিনীপুর খ. কর্ণসুবর্ণ
গ. আসাম ঘ. কনৌজ
১৯. সপ্তম শতকে গৌড়রাজ কে ছিলেন?
ক. শশাংক খ. বিক্রমাদিত্য
গ. অশোক ঘ. নারায়ণ
অনুচ্ছেদটি পড়ে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অয়ন ও রিজভি ‘প্রাচীন বাংলার শাসনব্যবস্থা’ নিয়ে আলোচনা করছিল। অয়ন বলল, বাংলাদেশে বর্তমানে যেমন পাঁচটি প্রশাসনিক ভাগ রয়েছে। যথা: বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম। ঠিক তেমনি প্রাচীন বাংলার একটি যুগে এর শাসনকাঠামো পাঁচটি প্রশাসনিক বিভাগে বিভক্ত ছিল।
২০. অয়ন প্রাচীন বাংলার কোন যুগের প্রশাসনিক বিভাগের কথা বলল?
ক. গুপ্ত খ. মৌর্য
গ. পাল ঘ. সেন
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ঘ ২.গ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.গ ৭.ক ৮.ঘ ৯.ক ১০.খ ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.ক ২০.ক
অধ্যায় ১০
১. সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী?
ক. ধর্মীয় অনুভূতিতে আঘাত
খ. সংস্কৃতিতে আঘাত
গ. অর্থনীতিতে আঘাত
ঘ. অস্তিত্বে আঘাত
২. কোন সিপাহি প্রথম গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন?
ক. মঙ্গল পান্ডে খ. বৃহস্পতি মিশ্র
গ. কেদার মিশ্র ঘ. অনুপ পান্ডে
৩. সিপাহি বিদ্রোহের অবসান ঘটে কখন?
ক. ১৮৫৭ সালের জুলাই মাসে
খ. ১৮৫৮ সালের জুলাই মাসে
গ. ১৮৫৯ সালের জুলাই মাসে
ঘ. ১৮৬০ সালের জুলাই মাসে
৪. সিপাহি বিদ্রোহের অনন্য ফলাফল কোনটি?
ক. ইংরেজ শাসনের অবসান
খ. কোম্পানি শাসনের অবসান
গ. ভারতের স্বাধীনতা অর্জন
ঘ. সিপাহিদের অর্থনৈতিক মুক্তি
৫. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
ক. কাঠমান্ডুতে খ. থিম্পুতে
গ. মালদ্বীপে ঘ. রেঙ্গুনে
৬. ‘স্বত্ববিলোপ নীতি’ বাতিল করা হয় কত সালে?
ক. ১৮৫৮ সালের ১ নভেম্বর
খ. ১৮৫৯ সালের ১৪ জুন
গ. ১৮৬০ সালের ৩ জুলাই
ঘ. ১৮৬১ সালের ২৫ মে
৭. সিপাহি বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল—
i. ভারতের স্বাধীনতা সংগ্রাম
ii. সিপাহিদের অধিকার আদায়ের সংগ্রাম
iii. জাতীয় বিদ্রোহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ‘ভাগ করো ও শাসন করো’ নীতি কারা অনুসরণ করত?
ক. ইংরেজরা খ. ভারতীয়রা
গ. পর্তুগিজরা ঘ. ওলন্দাজরা
৯. বঙ্গভঙ্গ সংঘটিত হয় কত সালে?
ক. ১৯০৩ সালে খ. ১৯০৪ সালে
গ. ১৯০৫ সালে ঘ. ১৯০৬ সালে
১০. বঙ্গভঙ্গ করেন কোন বড়লাট?
ক. লর্ড রিপন
খ. লর্ড কার্জন
গ. লর্ড মাউন্টব্যাটেন
ঘ. লর্ড কর্নওয়ালিস
১১. বঙ্গভঙ্গের অন্যতম প্রতিক্রিয়া কোনটি?
ক. হিন্দু–মুসলিম দাঙ্গা
খ. কংগ্রেসের স্থায়িত্ব
গ. আন্দোলন
ঘ. অর্থনৈতিক মুক্তি
১২. স্বদেশি আন্দোলনের মূল কর্মসূচি কয়টি ছিল?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৩. স্বদেশি আন্দোলনকে জোরালো করতে কলকাতায় প্রতিষ্ঠিত সমিতিটির নাম কী ছিল?
ক. অনুশীলন খ. যুগান্তর
গ. ব্রতী ঘ. সাধনা
১৪. টাটা কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯০৮ সালে খ. ১৯১০ সালে
গ. ১৯১২ সালে ঘ. ১৯১৪ সালে
১৫. স্বদেশি আন্দোলনের অন্যতম গুরুত্ব হচ্ছে—
i. স্বাধীনতা আন্দোলনের সূচনা
ii. বিভিন্ন শিল্পকারখানা প্রতিষ্ঠা
iii. টাটা কোম্পানির প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
ক. ব্রিটিশদের ভারত ত্যাগ
খ. স্বরাজ অর্জন
গ. তুরস্কের অখণ্ডতা রক্ষা
ঘ. ভোটাধিকার লাভ
১৭. খিলাফত ও অসহযোগ আন্দোলনের অন্যতম তাৎপর্য কোনটি ছিল?
ক. হিন্দু–মুসলিম দাঙ্গা
খ. হিন্দু–মুসলিম সম্প্রীতি
গ. ইংরেজি ভাষার প্রতি উদাসীনতা
ঘ. জমিদার শ্রেণির উচ্ছেদ
১৮. ১৯২০ সালে মহাত্মা গান্ধী কোন আন্দোলনের ডাক দেন?
ক. ভারত ছাড় খ. খিলাফত
গ. অসহযোগ ঘ. ব্রিটিশবিরোধী
১৯. ব্রিটিশ সরকার ‘রাওলাট আইন’ পাস করে কত সালে?
ক. ১৯১৯ সালে খ. ১৯২০ সালে
গ. ১৯২১ সালে ঘ. ১৯২২ সালে
২০. কোন হত্যাকাণ্ডকে ‘জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড’ নামে অভিহিত করা হয়?
ক. মিরাটের হত্যাকাণ্ডকে
খ. জৌনপুরের হত্যাকাণ্ডকে
গ. অমৃতসরের হত্যাকাণ্ডকে
ঘ. কাংড়ার হত্যাকাণ্ডকে
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১.ক ২.ক ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.ক ৯.গ ১০.খ ১১.ক ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.গ
আযীযুন নাহার, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা