অষ্টম শ্রেণির পড়াশোনা
১. আগেকার দিনে ইন্টারনেটের জন্য কোন যন্ত্রের প্রয়োজন হতো?
ক. স্মার্টফোন খ. মুঠোফোন
গ. ল্যাপটপ ঘ. ডেস্কটপ কম্পিউটার
২. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কি বলে?
ক. ইন্ট্রানেট খ. ইন্টারনেট
গ. মডেম ঘ. ব্রডনেট
৩. বর্তমানে আমাদের জীবনের সব ক্ষেত্রে কোনটির প্রভাব লক্ষণীয়?
ক. ইন্টারনেট খ. স্যাটেলাইট
গ. রেডিও ঘ. ওয়াই–ফাই
৪. দিন দিন ডিভাইসের ব্যবহারে কোন ধারায় পরিবর্তন আসছে—
ক. ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন
খ. ল্যাপটপ, নোটবুক, ডেস্কটপ, স্মার্টফোন
গ. ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন, ডেস্কটপ
ঘ. ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, নোটবুক
৫. ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসের নাম কী?
ক. ওয়াই-ফাই
খ. ব্রডব্যান্ড
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. কো-এক্সিয়াল সংযোগ
৬. কাগজে ছাপা বইয়ের বাজার দখল করছে কোনটি?
ক. ই-রিডার খ. ই-বুক
গ. ই-সেবা ঘ. ইন্টারনেট বুক
৭. ইন্টারনেটের খবরের কাগজকে কী বলে?
ক. ছাপানো পত্রিকা
খ. ই-পেপার
গ. নতুন পত্রিকা
ঘ. ২৪ ঘণ্টা পত্রিকা
৮. ইন্টারনেটনির্ভর সেবার মধ্যে পড়েছে—
i. রেডিও-টেলিভিশন শোনা ও দেখা যায়
ii. পত্রিকা পড়া যায়
iii. গেম খেলা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যায় কোন মাধ্যম থেকে?
ক. ই-বুক খ. ইন্টারনেট
গ. ই-মেইল ঘ. ব্রাউজার
১০. জিপিএসের পূর্ণনাম কী?
ক. গ্লোবাল পজিশন সিস্টেম
খ. গ্লোব পজিশনিং সিস্টেম
গ. গ্লোবাল পজিশন সার্ভিস
ঘ. গ্লোবাল পজিশনিং সিস্টেম
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.ঘ ২.খ ৩.ক ৪.ক ৫.ক ৬.খ ৭.খ ৮.ঘ ৯.খ ১০.ঘ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা