১. প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এ দেশে কী করেছিল?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত। এ রাতেই পাকিস্তানি সেনারা ঢাকা শহরের সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে চালায় নির্মম হত্যাকাণ্ড। এ ছাড়া সব শহরজুড়ে চলতে থাকে তাদের নির্মম আক্রমণ। শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী কেউ তাদের আক্রমণ থেকে বাঁচতে পারেননি। গুলি চালিয়ে, গ্রেনেড ফাটিয়ে আর আগুন ধরিয়ে শহরকে তছনছ করে দিয়েছিল। শুধু ২৫ মার্চ রাতেই নয়, পরবর্তী নয় মাস ধরে এ হত্যাকাণ্ড চলতে থাকে।
২. প্রশ্ন: কোন শহিদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান?
উত্তর: প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবি জানান প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশ ১৯৪৮ সালে পাকিস্তানের একটি অংশ ছিল। আর তখন একটাই গণপরিষদ ছিল। সেটি হলো পাকিস্তান গণপরিষদ। যেহেতু বাংলাদেশের সব মানুষের ভাষা ছিল ‘বাংলা’, তাই তিনি ১৯৪৮ সালের পাকিস্তান গণপরিষদে দাবি জানান যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হোক। মূলত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার সেটাই ছিল প্রথম দাবি ।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা