নবম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৩১. নিচের কোনগুলো ভেক্টর রাশি?

ক. কাজ, সরণ খ. শক্তি, ক্ষমতা

গ. সময়, বেগ ঘ. বল, তড়িৎ প্রাবল্য

৩২. নিচের কোনটি স্কেলার রাশি?

ক. বল খ. ত্বরণ

গ. বেগ ঘ. কাজ

৩৩. বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?

ক. বেগ খ. দ্রুতি

গ. দূরত্ব ঘ. ত্বরণ

৩৪. সময়ের সঙ্গে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?

ক. দ্রুতি খ. দূরত্ব

গ. বেগ ঘ. ত্বরণ

৩৫. আমাদের হৃদ্​পিণ্ডের স্পন্দন গতি কোন ধরনের গতি?

ক. স্থিতি খ. পর্যায়বৃত্ত গতি

গ. গতি ঘ. আপেক্ষিক গতি

৩৬. নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ?

ক. স্থির অবস্থান থেকে পড়া

খ. বেগ সময়ের সমানুপাতিক

গ. বায়ু অপরিহার্য

ঘ. দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক

৩৭. সময়ের পরিবর্তনের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?

ক. স্থিতি খ. পরম স্থিতি

গ. গতি ঘ. পরম গতি

৩৮. অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ কীরূপ হবে?

ক. সুষম ত্বরণ খ. অসম ত্বরণ

গ. ঋণাত্মক ত্বরণ ঘ. মহাকর্ষ ত্বরণ

৩৯. ভেক্টর রাশি হলো—

i. ওজন

ii. অভিকর্ষক ত্বরণ

iii. চৌম্বক প্রাবল্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর—

i. বেগ সময়ের সমানুপাতিক

ii. বেগ দূরত্বের সমানুপাতিক

iii. অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.খ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.গ ৩৮.ক ৩৯.ঘ ৪০.খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা