[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮, পর্ব-৯, পর্ব-১০, পর্ব-১১, পর্ব-১২, পর্ব-১৩ , পর্ব-১৪ ও পর্ব-১৫) ধারবাহিকতায় আমরা আজকে সাধারণ জ্ঞান (বাংলাদেশ) থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোয় আমরা বাংলা বইয়ের বিভিন্ন অধ্যায়, উপন্যাস, ব্যাকরণ, সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি।
সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়ে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।
১. গ্রামীণ ব্যাংক প্রাথমিকভাবে কাজ শুরু করে কত সালে?
ক. ১৯৭৫ সালে খ. ১৯৭৬ সালে
গ. ১৯৮০ সালে ঘ. ১৯৮৩ সালে
২. ২০২২ সালে বাংলাদেশে কততম জনশুমারি অনুষ্ঠিত হয়?
ক. দ্বিতীয় খ. তৃতীয়
গ. ষষ্ঠ ঘ. পঞ্চম
৩. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ২০০১ সালে খ. ২০০৮ সালে
গ. ২০০৪ সালে ঘ. ২০২২ সালে
৪. ‘বিজু’ কোন উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান?
ক. মারমা খ. রাখাইন
গ. সাঁওতাল ঘ. চাকমা
৫. বাংলাদেশের সংবিধানের কোন ধারাটি উঠিয়ে নেওয়া হয়েছে?
ক. ১৪ নং ধারা খ. ৫৮ (গ) নং ধারা
গ. ১৮ নং ধারা ঘ. ৩৭ (গ) নং ধারা
৬. জাতীয় সংসদের একটি করে আসন রয়েছে যে জেলায়—
ক. খাগড়াছড়ি খ. রাঙামাটি
গ. বান্দরবান ঘ. সব কটিই
৭. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে রণসংগীতের কত লাইন বাজানো হয়?
ক. ৪ লাইন খ. ১২ লাইন
গ. ১৮ লাইন ঘ. ২১ লাইন
৮. পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়টি কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯২ সালে খ. ১৯৯৭ সালে
গ. ১৯৯৮ সালে ঘ. ২০০০ সালে
৯. উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কত সালে?
ক. ১৮৩৫ সালে খ. ১৮৫৭ সালে
গ. ১৮৫৮ সালে ঘ. ১৮৬০ সালে
১০. বাংলাদেশের উন্নয়ন ফোরামের নিয়মিত বৈঠক কোথায় হয়?
ক. যুক্তরাষ্ট্র খ. ইংল্যান্ড
গ. ঢাকা ঘ. ভারত
১১. বাংলাদেশ বেতার প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৩৮ সালে খ. ১৯৩৯ সালে
গ. ১৯৪০ সালে ঘ. ১৯৪৫ সালে
১২. জাতীয় পতাকা দিবস পালন করা হয় কত তারিখে?
ক. ১৭ মার্চ খ. ২ মার্চ
গ. ১৬ ডিসেম্বর ঘ. ২৬ মার্চ
১৩. বাংলাদেশের পতাকার সঙ্গে মিল রয়েছে কোন দেশের পতাকার?
ক. নেপাল খ. জাপান
গ. যুক্তরাষ্ট্র ঘ. ভুটান
১৪. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯২১ সালে খ. ১৯২৮ সালে
গ. ১৯১২ সালে ঘ. ১৯২০ সালে
১৫. পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
ক. রাজশাহী খ. রাঙামাটি
গ. দিনাজপুর ঘ. রংপুর
১৬. বাংলাদেশের শিপিং করপোরেশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. ঢাকা খ. চট্টগ্রাম
গ. দিনাজপুর ঘ. চাঁদপুর
১৭. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
ক. ভোলা খ. চট্টগ্রাম
গ. সেন্ট মার্টিন ঘ. চাঁদপুর
১৮. বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক. সমতট খ. পুণ্ড্র
গ. বঙ্গ ঘ. হরিকেল
১৯. প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয় কত সালে প্রতিষ্ঠিত?
ক. ১৯৯৭ খ. ১৯৯৮
গ. ১৯৯২ ঘ. ২০০২
২০. ঢাকায় সুবা বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
ক. ১৬১০ খ. ১৫৭৬
গ. ১৯০৫ ঘ. ১৯৪৭
সঠিক উত্তর:
১.খ, ২.গ, ৩.ঘ, ৪.ঘ, ৫.খ, ৬.ঘ, ৭.ঘ, ৮.গ, ৯.খ, ১০.গ,
১১.খ, ১২.খ, ১৩.খ, ১৪. ক, ১৫.ক, ১৬.খ, ১৭.ক, ১৮. গ, ১৯. গ, ২০. ক
রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা