১. পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
২. পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র বা ক্যালকুলেটর বা মোবাইল সঙ্গে আনা যাবে না।
৩. উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্ধারিত স্থানে নাম, কেন্দ্র ও রোল নম্বর ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না।
৪. উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৫. উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় কোনো কিছু লেখা যাবে না।
৬. খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রেই খসড়ার কাজ করতে হবে, তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে।
৭. প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল, রুলার বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না।
৮. প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না।
৯. পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটরের নিকট জমা দিয়ে পরীক্ষা হল ত্যাগ করতে হবে।
১. পরীক্ষার হলে অন্যের সঙ্গে কথা বলা যাবে না।
২. প্রশ্নপত্র ও প্রবেশপত্র ব্যতীত অন্য কোনো অননুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা যাবে না।
৩. পরীক্ষার হলে প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না।
৪. প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না বা অন্যকে দেখিয়ে সহযোগিতা করা যাবে না।
৫. উত্তরপত্র কক্ষ ইনভিজিলেটরের কাছে জমা না দিয়ে উত্তরপত্রসহ পরীক্ষার হল ত্যাগ করা যাবে না।
৬. কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন বা বিনষ্ট করা যাবে না।
৭. পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা হলের বাইরে থেকে লিখে অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা যাবে না।
৮. উত্তরপত্রে আপত্তিকর কিছু লেখা বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না।
৯. মোবাইল বা এ–জাতীয় কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর