১০. প্রশ্ন: উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত দুটি প্রাচীন নিদর্শন সম্পর্কে লেখো।
উত্তর: উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত দুটি প্রাচীন নিদর্শন:
ক. এখানে প্রাচীনকালের রাস্তাঘাট পাওয়া গেছে।
খ. এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্যমুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁতি।
১১. প্রশ্ন: ‘সোমপুর মহাবিহার’ কী এবং এটি কোথায় অবস্থিত?
উত্তর: ‘সোমপুর মহাবিহার’ ২৪ মিটার উঁচু একটি গড়। এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত।
১২. প্রশ্ন: পাহাড়পুরের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: পাহাড়পুরের দুটি বৈশিষ্ট্য:
ক. পাহাড়পুর বৌদ্ধবিহারের চারপাশে ১৭৭টি ভিক্ষুকক্ষ আছে।
খ. এ ছাড়া এখানে মন্দির, রান্নাঘর ও পাকা নর্দমা আছে।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা