চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ/ইনস্টিটিউটে এবং জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র ২০২২–২৩ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে।

আবেদন ফরম ২০ জুলাই ২০২৩ তারিখের মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: cu.ac.bd

এম.ফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের অন্য যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স, ডিগ্রীধারী প্রার্থীরা নিম্নোক্ত যে কোন একটি শর্ত পূরণ সাপেক্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিদেশী বিশ্ববিদ্যালয়ের সমমানের ডিগ্রীধারী প্রার্থীরাও এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের ভর্তির আবেদনপত্রের সাথে সমতা নিরুপণের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এমফিল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক লিখিত পরীক্ষা গ্রহণ এবং উত্তীর্ণদের ক্ষেত্রে জমাকৃত synopsis এর ওপর একটি সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার ফি বাবদ ২,০০০ (দুই হাজার) টাকা সংশ্লিষ্ট বিভাগে/ইনস্টিটিউটে নগদ জমা দিতে হবে।

  1. প্রার্থীদের ৩/৪ বছর মেয়াদী অনার্স ও ১ বছর মেয়াদী মাস্টার্স উভয় পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বরসহ ২য় শ্রেণী অথবা সিজিপিএ/জিপিএ ৪ স্কেলের মধ্যে সংশ্লিষ্ট অনুষদের পার্শ্বে বর্ণিত সিজিপিএ/জিপিএ (ক) কলা ও মানববিদ্যা এবং শিক্ষা অনুষদ: ৩.২৫ (খ) সমাজ বিজ্ঞান ও আইন অনুষদ: ৩.৩৫ (গ) বিজ্ঞান, ব্যবসায়, জীব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদ:৩.৪০ থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বরসহ দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫ স্কেলের মধ্যে ৩.৫০ থাকতে হবে। যে সকল প্রার্থীর অনার্স ডিগ্রী নেই তাঁদের ডিগ্রী (পাস) অথবা মাস্টার্স ডিগ্রীর যে কোন একটিতে ১ম শ্রেণী অথবা সিজিপিএ/জিপিএ ৪স্কেলের এর মধ্যে ৩.৭৫ এবং অপরটিতে ৫৫% নম্বরসহ দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ/জিপিএ ৪ স্কেলের মধ্যে ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫ স্কেলের মধ্যে ৩.৫০ থাকতে হবে।

  2. বিএসসি ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইঞ্জিনিয়ারিং বা বিএসসি (এগ্রিকালচার) ও এমএসসি (এগ্রিকালচার) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫৫% নম্বরসহ দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ/জিপিএ ৪ স্কেলের মধ্যে যে কোন একটিতে ৩.৫০ ও অপরটিতে ৩.৪০ এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫স্কেলের মধ্যে ৩.৫০ থাকতে হবে।

  3. সরকারী মেডিকেল কলেজ হতে উত্তীর্ণ এমবিবিএস/বিডিএস/ডিভিএম ডিগ্রীধারী প্রার্থীরা উক্ত প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন। (২০০১, ২০০২, ও ২০০৩ সালে এসএসসি এবং ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে উক্ত ভর্তির যোগ্যতা শিথিল করে উভয় পরীক্ষায় যারা ন্যূনতম মোট জিপিএ ৬.০০ পেয়েছেন এবং কোনটিতে জিপিএ ২.৫০ এর নিচে নয় তারা অন্যান্য শর্ত পূরণপূর্বক এমফিল কোর্সে ভর্তির আবেদনের সুযোগ পাবেন।)

জেনে রাখুন:

  • ভর্তির নির্ধারিত আবেদন ফরম ৮০ গ্রাম লিগ্যাল সাইজের অফসেট কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে নিতে হবে।

  • সংগৃহীত ফরম যথাসময়ে পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্ধারিত ফি এর ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আগামী ২০/০৭/২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসের উচ্চশিক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।

  • ফরমের নির্ধারিত ফি বাবদ এমফিল ও পিএইচডি উভয় ক্ষেত্রে গবেষণাবৃত্তিসহ প্রার্থীদের ৭০০ (সাতশত) টাকা এবং গবেষণাবৃত্তি ছাড়া প্রার্থীদের ৫০০ (পাঁচশত) টাকার অগ্রণী/জনতা ব্যাংকের যে কোন শাখা হতে ইস্যুকৃত রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুকূলে প্রদেয় ব্যাংক ড্রাফট / পে-অর্ডারসহ আবেদন ফরমের সাথে সংযোজন করতে হবে।

  • অসম্পূর্ণ দরখাস্ত এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য সকল নিয়মাবলী প্রার্থীদের নিজ দায়িত্বে প্রশাসনিক ভবন, উচ্চশিক্ষা শাখা, ৫ম তলা, ৮ নং কক্ষ অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট cu.ac.bd হতে জানা যাবে।

পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য নিচে সংযুক্ত বিজ্ঞপ্তিতে দেখুন

বিজ্ঞপ্তি:

আবেদন ফরম: