১৬. দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক আছে?
ক. ২টি খ. ১০টি
গ. ১৬টি ঘ. অসংখ্য
১৭. দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা আছে?
ক. ২টি খ. ১০টি
গ. ১৬টি ঘ. অসংখ্য
১৮. অকটাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত?
ক. ২ খ. ৮
গ. ১০ ঘ. ১৬
১৯. কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট প্রতীক বা অঙ্ককে কী বলে?
ক. সংখ্যা পদ্ধতি
খ. রেডিকস
গ. বেজ বা ভিত্তি
ঘ. রেঞ্জ
২০. দশমিক সংখ্যা ১২–এর বাইনারি মান কত?
ক. ১০১০ খ. ১১০১
গ. ১১০০ ঘ. ১১১১
২১. বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য—
i. এটি সাধারণ মানুষের বোধগম্যের বাইরে
ii. এটি কম্পিউটারের বোধগম্য
iii. এটি কম্পিউটারের সব হিসাব–নিকাশের ভিত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. বাইনারি ১১১১–এর দশমিক মান কোনটি?
ক. ৩ খ. ৫
গ. ৭ ঘ. ১৫
২৩. (২৫)১০–এর বাইনারি সংখ্যা হলো—
ক. ১১০০১
খ. ১১০১০
গ. ১১০১১০
ঘ. ১০১০১০
২৪. অকটাল সংখ্যা তৈরি করার জন্য একটি বাইনারি সংখ্যাকে—
i. প্রতি তিনটি বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করতে হয়
ii. ডান দিক থেকে তিনটি করে বিট সাজিয়ে বাঁ দিকে আসতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
iii. বাঁ দিক থেকে তিনটি করে বিট সাজিয়ে ডান দিকে আসতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. বাইনারি ১০১১–এর দশমিক মান কোনটি?
ক. ৩ খ. ৫
গ. ১১ ঘ. ১৫
২৬. দশমিক সংখ্যা পদ্ধতি যে কারণে জনপ্রিয়—
i. এটি ব্যবহার করা সহজ
ii. এটি হিসাব-নিকাশে সুবিধা বেশি
iii. এটি কম্পিউটারে যাবতীয় হিসাব-নিকাশের মূল ভিত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. বাইনারি সংখ্যা ১১০০ ও ১০০০–এর যোগফল কত?
ক. ১০০১০ খ. ১০১০০
গ. ১১১১ ঘ. ১০১০১
২৮. কোনটি ২১০–এর দশমিক মান?
ক. ২০ খ. ১২৮
গ. ২৫৬ ঘ. ১০২৪
২৯. অকটাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
ক. ৪ খ. ৬
গ. ৮ ঘ. ১০
৩০. হেক্সাডেসিমাল সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?
ক. ৪টি খ. ৬টি
গ. ৮টি ঘ. ১০টি
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.গ ২১.ঘ ২২.ঘ ২৩.ক ২৪.ঘ ২৫.গ ২৬.ক ২৭.খ ২৮.ঘ ২৯.গ ৩০.খ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা