পঞ্চম শ্রেণির পড়াশোনা
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো, আর এখন কোথায় প্রবাহিত হচ্ছে?
উত্তর: ব্রহ্মপুত্র নদ প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত হতো। এখন নরসিংদী ও ভৈরবের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রশ্ন: নিচের প্রতিটি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো।
প্রাচীন, মৃত্তিকা, নদী, মাঠ, বন্যা।
উত্তর:
প্রাচীন - পুরোনো
মৃত্তিকা - মাটি
নদী - তটিনী
মাঠ - প্রান্তর
বন্যা - বান
প্রশ্ন: যুক্তবর্ণ বিভাজন করো এবং বাক্য রচনা লেখো।
প্র, স্ত, ক্স, ষ্ক, র্ক।
উত্তর:
প্র = প+র-ফলা ( ্র)—ধান আমাদের প্রধান ফসল।
স্ত=স+ত—অজিত প্রতিদিন মন্দিরে স্তব-স্তুতি করে।
ক্স=ক+ক—কক্সবাজার পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত।
ষ্ক=ষ+ক—জগদীশচন্দ্র বসু গাছের প্রাণ আবিষ্কার করেন।
র্ক=ক+রেফ (র্ )—শুধু শুধু তর্ক করা উচিত নয়।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা