এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

৩২. দুতরফা দাখিলা পদ্ধতিতে—

i. সুবিধা গ্রহণকারী ডেবিট

ii. সুবিধা গ্রহণকারী ক্রেডিট

iii. সুবিধা প্রদানকারী ক্রেডিট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো হলো—

i. গাণিতিক শুদ্ধতা যাচাই

ii. আর্থিক অবস্থা নিরূপণ

iii. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি?

ক. গাণিতিক শুদ্ধতা যাচাই

খ. দ্বৈতসত্তা

গ. সামগ্রিক ফলাফল

ঘ. ডেবিট ও ক্রেডিট করা

৩৫. ‘ব্যয় নিয়ন্ত্রণ’ দুতরফা দাখিলা পদ্ধতির কী?

ক. বৈশিষ্ট্য খ. মূলনীতি

গ. উদ্দেশ্য ঘ. সুবিধা

৩৬. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়—

ক. ডেবিটর খ. ক্রেডিটর

গ. মোট লাভ ঘ. মোট লোকসান

৩৭. হিসাবচক্রের শেষ ধাপ কোনটি?

ক. সমাপনী দাখিলা

খ. কার্যপত্র প্রস্তুত

গ. হিসাব–পরবর্তী রেওয়ামিল

ঘ. আর্থিক বিবরণী

৩৮. হিসাবচক্রের কোন ধাপে প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়?

ক. লেনদেন শনাক্তকরণ

খ. লেনদেন বিশ্লেষণ

গ. জাবেদাভুক্তকরণ

ঘ. রেওয়ামিল প্রস্তুতকরণ

৩৯. হিসাবচক্রে জাবেদার পরের ধাপ কোনটি?

ক. খতিয়ান খ. রেওয়ামিল

গ. নগদান বই ঘ. আর্থিক বিবরণী

৪০. কোন ধারাবাহিকতাটি সঠিক?

ক. রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী

খ. সমন্বয় দাখিলা রেওয়ামিল, আর্থিক বিবরণী, কার্যপত্র

গ. কার্যপত্র, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী

ঘ. রেওয়ামিল, কার্যপত্র, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী

সঠিক উত্তর: ৩১.ক ৩২.খ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.গ ৩৮.ক ৩৯.ক ৪০.ক

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)