১. নিচের কোনটি জৈব পদার্থ?
ক. সিলিকা খ. স্পিরিট
গ. কলয়েড ঘ. কার্বনেট
২. পানি ও ফলের রস একধরনের—
i. দ্রবণ
ii. সমস্বত্ব মিশ্রণ
iii. অসমস্বত্ব মিশ্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. দ্রবণে যেটি বেশি পরিমাণে থাকে, তাকে কী বলে?
ক. দ্রাবক খ. দ্রব
গ. কলয়েড ঘ. সাসপেনশন
৪. দ্রবণে সাধারণত যেটি কম পরিমাণে থাকে, তাকে কী বলে?
ক. দ্রব খ. দ্রাবক
গ. কলয়েড ঘ. সাসপেনশন
৫. নিচের কোনটি সঠিক?
ক. দ্রবণ=দ্রব-দ্রাবক
খ. দ্রবণ =দ্রব+দ্রাবক
গ. দ্রব=দ্রবণ+দ্রাবক
ঘ. দ্রাবক=দ্রবণ +দ্রব
৬. চিনির শরবতে দ্রাবক কোনটি?
ক. চিনি খ. পানি
গ. শরবত ঘ. পাত্র
৭. দ্রবণের জন্য দ্রবের সাথে কোনটি থাকা অত্যাবশ্যক?
ক. দ্রাবক খ. গ্লুকোজ
গ. চিনি ঘ. লবণ
৮. তুঁতের রাসায়নিক নাম কী?
ক. কপার নাইট্রেট
খ. জিঙ্ক সালফেট
গ. কপার সালফেট
ঘ. অ্যামোনিয়াম ক্লোরাইড
৯. তুঁতের দ্রবণকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়?
ক. ঘনীভবন খ. পরিস্রাবণ
গ. বাষ্পীভবন ঘ. ছাঁকন
১০. ২৫° সে. তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা কত?
ক. ২৬ গ্রাম খ. ৩৬ গ্রাম
গ. ৪৬ গ্রাম ঘ. ৫৬ গ্রাম
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১.খ ২.ক ৩.ক ৪.ক ৫.খ ৬.খ ৭.ক ৮.গ ৯.গ ১০.খ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)