পদার্থবিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৩

২৪. পোস্ট অফিস বক্স কোন কাজে ব্যবহার হয়?

ক. পোস্ট অফিসে বিল সংগ্রহে

খ. পরিবাহীর অজানা রোধ নির্ণয়ে

গ. কোষের তড়িচ্চালক বল নির্ণয়ে

ঘ. বর্তনীর প্রবাহমাত্রা নির্ণয়ে

২৫. কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়?

ক. ক্যালরিমিটার খ. গ্যালভানোমিটার

গ. পটেনশিওমিটার ঘ. মিটার ব্রিজ

২৬. কোষের অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পেলে বর্তনীর তড়িৎ প্রবাহমাত্রা কী হয়?

ক. সমানুপাতে বাড়ে

খ. সমানুপাতে কমে

গ. ব্যস্তানুপাতে কমে

ঘ. ব্যস্তানুপাতে বাড়ে

২৭. তড়িচ্চালক শক্তির একক কোনটি?

ক. জুল খ. ভোল্ট

গ. কুলম্ব ঘ. অ্যাম্পিয়ার

২৮. শান্ট ব্যবহৃত হয় কোন যন্ত্রে?

ক. অ্যামিটার খ. ভোল্ট মিটার

গ. মিটার ব্রিজ ঘ. পোস্ট অফিস বক্স

২৯. নিচের কোনটি শান্টের ক্ষমতা গুণক?

ক. (G+S) G খ. G (G+s)

গ. S (G+S) ঘ. (G+S) S

৩০. নিচের কোনটির রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক?

ক. ইস্পাত খ. জার্মেনিয়াম

গ. তামা ঘ. পিতল

৩১. তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর পরিবাহকত্ব কী রূপ হবে?

ক. বৃদ্ধি পাবে খ. অপরিবর্তিত থাকবে

গ. হ্রাস পাবে ঘ. শূন্য হবে

৩২. কোন যন্ত্রটি রোধ পরিমাপে ব্যবহৃত হয়?

ক. পটেনশিওমিটার খ. অ্যামিটার

গ. মিটার ব্রিজ ঘ. ভোল্টমিটার

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২৪.খ ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.ঘ ৩০.খ ৩১.গ ৩২.গ

মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]