অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | সুখী মানুষ - বহুনির্বাচনি প্রশ্ন ( ২১- ৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুখী মানুষ

২১. ‘সুখী মানুষ’ নাটিকায় ধনী হওয়ার পরও মোড়লের জীবনে শান্তি নেই কেন?

ক. মানুষকে ঠকিয়ে ও কষ্ট দিয়ে ধনী হওয়ার কারণে

খ. বেশি ধনসম্পদের কারণে

গ. আরও ধনসম্পদের আশায়

ঘ. অসুস্থ হওয়ার কারণে

২২. ‘সুখী মানুষ’ নাটিকায় অশান্তির কারণ কী?

ক. হিংসা খ. প্রতারণা

গ. সম্পদ ঘ. লিপ্সা

২৩. মমতাজউদ্দীন আহমদের ক্ষেত্রে কোন রচনাটি প্রযোজ্য?

ক. পড়ে পাওয়া খ. হাস্য লাস্য ভাস্য

গ. ভাব ও কাজ ঘ. অতিথির স্মৃতি

২৪. মোড়লের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক. অতি লোভে তাঁতি নষ্ট

খ. যেমন কুকুর তেমন মুগুর

গ. সঙ্গ দোষে লোহা ভাসে

ঘ. অন্যায় চাপা থাকে না

২৫. ‘পৌর মেয়র আনিস মাত্র ৩০ বছর বয়সেই এলাকার মানুষের মন জয় করে নিয়েছে শুধু ভালো কাজের মাধ্যমে।’ উদ্দীপকের ‘আনিসের’ সঙ্গে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের বয়সের পার্থক্য কত?

ক. ৫০ বছর খ. ৩০ বছর

গ. ২৫ বছর ঘ. ২০ বছর

২৬. মোড়লের চাকর রহমত আলীর চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. বিশ্বাসী খ. অবিশ্বাসী

গ. পরশ্রীকাতর ঘ. অনুগত

২৭. সোহেল অসৎ উপায়ে অর্থ উপার্জন করে বলে সব সময় পুলিশের ভয়ে ভয়ে রাত কাটায়, উদ্দীপকের সোহেলের সঙ্গে সামঞ্জস্য রয়েছে তোমার পাঠ্য রচনার কোন চরিত্রে?

ক. মোড়লের খ. সুখী মানুষ

গ. অতিথির ঘ. হাসুর

২৮. ‘সুখী মানুষের ফতুয়া সংগ্রহ করতে হবে আজ রাত্রির মধ্যেই’ বাক্যটিতে নাট্যকার মমতাজউদদীন আহমদ রাত্রিকে কী দেখিয়েছেন?

ক. সম্ভাব্য শেষ সময়

খ. রোগের সংক্রমণ থেকে মুক্তি

গ. মোড়লের চিকিত্সা নিরাময় অযোগ্য

ঘ. চোরের দশ দিন আর গৃহস্থের এক দিন

২৯. ‘আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশাহ’ বাক্যটিতে কী ফুটে উঠেছে?

ক. পাগলের প্রলাপ

খ. সুখ আপেক্ষিক বিষয়

গ. সম্পদহীনতাই মানুষকে সুখী করে

ঘ. সুখ নামক অধীশ্বরের প্রলাপ

৩০. ‘সুখী মানুষ’ নাটিকায় অত্যাচারী চরিত্র হিসেবে কাকে চিহ্নিত করা যায়?

ক. হাসুকে খ. রহমতকে

গ. কবিরাজকে ঘ. মোড়লকে

সঠিক উত্তর

সুখী মানুষ: ২১.ক ২২.গ ২৩.খ ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.ক ২৮.গ ২৯.গ ৩০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা