১. জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ
প্রভাব কী? ক. খাদ্যঘাটতি
খ. বাসস্থানের সমস্যা
গ. মূলধন গঠনে অসুবিধা
ঘ. পরিবেশদূষণ
২. ম্যালথাসের মতে কত বছর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হয়?
ক. ১০ বছর খ. ১৫ বছর
গ. ২৫ বছর ঘ. ৫০ বছর
৩. জনসংখ্যা ঘনত্বের সূত্র কোনটি?
ক. DP = TP _ TA
খ. DP = TA _ TP
গ. TP _ TA
ঘ. TP = DP _ TA
৪. ভূমি ও জনসংখ্যার অনুপাতকে কী বলে?
ক. জনসংখ্যার সমষ্টি খ. জনসংখ্যার ঘনত্ব
গ. জন্মহার ঘ. মৃত্যুহার
৫. জনসংখ্যা বৃদ্ধির ফলে ভোগব্যয় কীরূপ পরিবর্তন হয়?
ক. বৃদ্ধি পায় খ. হ্রাস পায়
গ. ক্রমবর্ধমান হারে বাড়ে ঘ. কোনোটিই নয়
৬. বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের পথে বাধা কোনটি?
ক. ক্রমহ্রাসমান জনসংখ্যা খ. ক্রমবর্ধমান জনসংখ্যা
গ. বেকারত্ব ঘ. দারিদ্রতা
৭. CBR–এর পূর্ণরূপ কী?
ক. Crude Birth Rate খ. Crude Birth Reference
গ. Crude Both Rate ঘ. Curve Birth Rate
৮. মোট অভিবাসী ও মোট দেশান্তরিত জনসংখ্যার পার্থক্যকে কী বলা হয়?
ক. মৃত্যুহার খ. কাম্য জনসংখ্যা
গ. নিট অভিবাসন ঘ. জনসংখ্যার ঘনত্ব
৯. স্থূল জন্মহার কী পদ্ধতিতে প্রকাশ করা হয়?
ক. এককে খ. শতকরায়
গ. ভগ্নাংশে ঘ. হাজারে
১০. জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ কোনটি?
ক. দারিদ্রতা খ. শিক্ষার অভাব
গ. বেকারত্ব ঘ. জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. খ ৭. ক ৮. গ ৯. গ ১০. খ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা