পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কবিরাজি চিকিৎসায় বাসক পাতা একটি নির্ভরযোগ্য নাম। কেননা ঠান্ডা, কাশিতে বাসক পাতার রস বিশেষ উপকারী।
৩১. উদ্দীপকের বাসক পাতা ‘নিমগাছ’ গল্পের নিমগাছের কোন অংশটিকে নির্দেশ করে?
ক. পাতা খ. ফুল
গ. ডাল ঘ. বাকল
৩২. উক্ত অংশটির বিশেষ উপকারিতা রয়েছে—
i. ঠান্ডা কমাতে
ii. চর্মরোগ সারাতে
iii. যকৃত ভালো রাখতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. নিমপাতা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ক. যক্ষ্মা রোগে খ. আমাশয় রোগে
গ. জন্ডিসে ঘ. চুলকানিতে
৩৪. নিমগাছ কোন রোগের অব্যর্থ মহৌষধ হিসেবে কাজে লাগে?
ক. চর্মরোগের
খ. উদরাময় রোগের
গ. টাইফয়েড রোগের
ঘ. যক্ষ্মা রোগের
৩৫. নিমের কোন অংশটি কাঁচাই খাওয়া হয়?
ক. ছাল খ. পাতা
গ. ডাল ঘ. শিকড়
৩৬. নিমের পাতা কিসের সহযোগে ভাজা হয়?
ক. ঢ্যাঁড়সের খ. পটোলের
গ. বেগুনের ঘ. আলুর
৩৭. মাটির ভেতর নিমগাছটির কী ছিল?
ক. কাণ্ড খ. শাখা
গ. পাতা ঘ. শিকড়
সঠিক উত্তর
নিমগাছ: ৩১.ক ৩২.গ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.খ ৩৬.গ ৩৭.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা