পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
৩১. ‘ছি, তোমার এই কাজ’—বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. লজ্জা খ. ঘৃণা
গ. ক্রোধ ঘ. ধিক্কার
৩২. ‘তুমি এত নীচ’—বাক্যটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. বিরক্তি খ. লজ্জা
গ. ধিক্কার ঘ. ঘৃণা
৩৩. ‘আমি তোমাকে দেখে নেব’—এ বাক্যে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
ক. ভীতি খ. বিরক্তি
গ. ক্রোধ ঘ. ধিক্কার
৩৪. ‘দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো।’—এটি কী ধরনের বাক্য?
ক. বিবৃতিমূলক বাক্য
খ. বিস্ময়সূচক বাক্য
গ. ইচ্ছাসূচক বাক্য
ঘ. আদেশবাচক বাক্য
৩৫. ‘তিনি বাংলাদেশের নাগরিক।’—এটি কোন বাক্যের উদাহরণ?
ক. অক্রিয় খ. যৌগিক
গ. জটিল ঘ. সক্রিয়
৩৬. ‘তারা তোমাদের ভোলেনি।’—এটি কী ধরনের বাক্য?
ক. অনুজ্ঞাবাচক খ. বিবৃতিবাচক
গ. আবেগবাচক ঘ. প্রশ্নবাচক
৩৭. ‘দারুণ! আমরা জিতে গিয়েছি’—এটি কোন বাক্যের উদাহরণ?
ক. প্রশ্নবাচক খ. অনুজ্ঞাবাচক
গ. বিবৃতিবাচক ঘ. আবেগবাচক
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩১: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা