প্রশ্ন: গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?
উত্তর: যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল হয়। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়।
প্রশ্ন: পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে?
উত্তর: পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সেখানে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, দিনের সময়কাল দীর্ঘ হয় ও তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে গ্রীষ্মকাল সংঘটিত হয়।
প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট সময় লাগে।
প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?
উত্তর: মহাকাশ–সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলে।
প্রশ্ন: অক্ষ কী?
উত্তর: অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।
প্রশ্ন: কক্ষপথ কাকে বলে?
উত্তর: যে পথে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে আবর্তন করে, তাকে কক্ষপথ বলে।
প্রশ্ন: বার্ষিক গতি কাকে বলে?
উত্তর: সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।
প্রশ্ন: চাঁদের দশা কাকে বলে?
উত্তর: চাঁদ কখনো বড় আবার কখনো ছোট, কখনো গোলাকার বা অর্ধ গোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে।
প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার।
প্রশ্ন: নিজ অক্ষে একবার পৃথিবীর ঘুরে আসতে কত সময় লাগে?
উত্তর: নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে।
প্রশ্ন: পৃথিবীর অক্ষরেখা কীভাবে ছেদ করেছে?
উত্তর: পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর-দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা