১. নাগরিক ও নাগরিকতা ধারণার উদ্ভব হয় কোথায়?
ক. যুক্তরাজ্য খ. চীন
গ. যুক্তরাষ্ট্র ঘ. গ্রিস
২. প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্রগুলোকে কী বলা হতো?
ক. ক্ষুদ্র রাষ্ট্র খ. নগর রাষ্ট্র
গ. জাতীয় রাষ্ট্র ঘ. প্রাচীন রাষ্ট্র
৩. প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে কারা নাগরিক হিসেবে পরিচিত ছিলেন?
ক. যাঁরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতেন
খ. যাঁরা কৃষিকাজ করতেন
গ. যাঁরা ব্যবসা করতেন
ঘ. যাঁরা ধর্মীয় কাজ করতেন
৪. রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের কী বলা হয়?
ক. নাগরিক খ. সুশীল সমাজ
গ. বিদেশি ঘ. সামাজিকতা
৫. নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?
ক. ভোটাধিকার খ. নাগরিকতা
গ. জাতীয়তা ঘ. সামাজিকতা
৬. নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৭. একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে কী বলে?
ক. জন্মস্থানসূত্রে নাগরিকতা
খ. অনুমোদনসূত্রে নাগরিকতা
গ. দ্বৈত নাগরিকতা
ঘ. জন্মসূত্রে নাগরিকতা
৮. নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে?
ক. জন্মনীতি
খ. জন্মস্থান নীতি
গ. অনুমোদন নীতি
ঘ. জন্মসূত্রনীতি
৯. বাংলাদেশে বসবাসকারী হিসেবে আমাদের পরিচয় কোনটি?
ক. বাংলাদেশের নাগরিক
খ. বাংলাদেশি নাগরিকতা
গ. বাঙালি
ঘ. বাংলার সৈনিক
১০. কোনো ব্যক্তি সাধারণত কয়টি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পেয়ে থাকেন?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.ঘ ২.খ ৩.ক ৪.ক ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.ক ১০.ক
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা