সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১১. অভ্র সফটওয়্যারের একটি বিশেষ সুবিধা কী?

ক. সব দেশের লোক ব্যবহার করতে পারে

খ. মাউস দিয়ে বাংলা লেখার সুবিধা

গ. আকর্ষণীয় ফন্টের উপস্থাপনা

ঘ. অল্প দামে পাওয়া যায়

১২. অধিকাংশ সফটওয়্যারে কোন কি-বোর্ড লে-আউট অন্তর্ভুক্ত করা হয়েছে?

ক. বিজয় খ. লেখনী

গ. মুনীর অপটিমা ঘ. প্রশিকা

১৩. বাংলা টাইপ করার জন্য ওয়ার্ড প্রসেসিংকে কী করতে হয়?

ক. প্রস্তুত খ. সংশোধন

গ. সম্পাদন ঘ. সংরক্ষণ

১৪. কোনো ডকুমেন্টের প্যারাগ্রাফ মার্জিনের কোন দিকে মিশে থাকবে, তা কী দ্বারা নির্ধারণ করা হয়?

ক. ডকুমেন্ট অ্যাডজাস্টমেন্ট

খ. ডকুমেন্ট রিপ্লেসমেন্ট

গ. ডকুমেন্ট অ্যালাইনমেন্ট

ঘ. ডকুমেন্ট ফরমেটিং

১৫. Delate কোন কাজে ব্যবহৃত হয়?

ক. অক্ষর লিখতে

খ. অক্ষর মুছতে

গ. অক্ষর সাজাতে

ঘ. অক্ষর বানাতে

১৬. ডকুমেন্ট ফরম্যাট করা হয় কেন?

ক. সুন্দর দেখানোর জন্য

খ. সংরক্ষণ করার জন্য

গ. অনুলিপি তৈরি করার জন্য

ঘ. মেইল করার জন্য

১৭. ডকুমেন্ট সম্পাদনার ঠিক পরের ধাপ কোনটি?

ক. ডকুমেন্ট সংরক্ষণ

খ. ডকুমেন্ট ফরম্যাট

গ. ডকুমেন্ট অ্যালাইনমেন্ট

ঘ. ডকুমেন্ট ব্যবস্থাপনা

১৮. ডকুমেন্ট সম্পাদনার পর সাজাতে হয় যাতে সুন্দর দেখায়। এ কাজটিকে কী বলা হয়?

ক. ডকুমেন্ট সেটিং

খ. ডকুমেন্ট ফরমিং

গ. ডকুমেন্ট ফাইলিং

ঘ. ডকুমেন্ট ফরমেটিং

১৯. ডকুমেন্ট ব্যবস্থাপনা বলতে কোনটিকে বোঝায়?

ক. ডকুমেন্ট ফরমেটিং

খ. ডকুমেন্ট সংরক্ষণ

গ. ডকুমেন্ট সাজানো

ঘ. ডকুমেন্ট বিন্যাস

২০. সাধারণত কোনো ডকুমেন্ট সেভ করলে সেটি কোথায় সেভ হয়?

ক. ই ফোল্ডারে

খ. এফ ফোল্ডারে

গ. মাই ডকুমেন্ট ফোল্ডারে

ঘ. ডি ফোল্ডারে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.খ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.খ ২০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)