ব্যবসায় উদ্যোগ - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৫১. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার কী হিসেবে পরিচিত?

ক. বড় বৈশিষ্ট্য খ. প্রধান বৈশিষ্ট্য

গ. বিশেষ গুণ ঘ. সাধারণ গুণ

৫২. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলা হয়?

ক. মুনাফা খ. ক্ষতি

গ. ঝুঁকি ঘ. অনিশ্চয়তা

৫৩. উদ্যোক্তা কোন ধরনের কাজ করে বিশেষ আনন্দ পান?

ক. লাভজনক খ. কম পরিশ্রমের

গ. চ্যালেঞ্জমূলক ঘ. প্রতিযোগিতামূলক

৫৪. প্রকৃত উদ্যোক্তারা—

i. নিজের ভুল স্বীকার করেন

ii. কখনো ভুল করেন না

iii. ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কী?

ক. অনুকূল ব্যবসায় পরিবেশ

খ. উন্নত শিক্ষা

গ. অবকাঠামোগত উন্নয়ন

ঘ. উর্বর জমি

৫৬. কোনটির মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব?

ক. অনুকূল পরিবেশ

খ. অবকাঠামোগত উন্নয়ন

গ. সরকারি পৃষ্ঠপোষকতা

ঘ. জনসচেতনতা

৫৭. কোনটি ব্যবসায় স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করে?

ক. শিক্ষায় অনগ্রসরতা

খ. অনুন্নত যোগাযোগ কাঠামো

গ. দক্ষ উদ্যোক্তা শ্রেণির অনুপস্থিতি

ঘ. অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি

৫৮. ব্যবসায় উদ্যোগের সঙ্গে সর্বদা কোনটির সম্পর্ক বিদ্যমান?

ক. লাভ খ. ক্ষতি

গ. ঝুঁকি ঘ. সাফল্য

৫৯. কোন ব্যবসায়ে লাভের সম্ভাবনা বেশি?

ক. যেখানে মূলধন বেশি

খ. যার উদ্যোক্তা বেশি দক্ষ

গ. যেখানে ঝুঁকির পরিমাণ বেশি

ঘ. যেখানে ঝুঁকি কম

৬০. ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা একটি—

ক. আনন্দদায়ক কাজ খ. ঝুঁকিপূর্ণ কাজ

গ. লাভজনক কাজ ঘ. সম্মানজনক কাজ

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১.ক ৫২.গ ৫৩.গ ৫৪.খ ৫৫.ক ৫৬.গ ৫৭.ঘ ৫৮.গ ৫৯.গ ৬০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা