২১. ইটিপি কী?
ক. বর্জ্য পরিশোধন ব্যবস্থা
খ. ইমার্জেন্সি ট্রান্সপারেন্ট
গ. পানি উত্তোলন ব্যবস্থা
ঘ. পরিবহন ব্যবসা
২২. ইরি হ্র৶দকে ‘মৃত হ্রদ’ হিসেবে ঘোষণা করা হয় কবে?
ক. ১৯৫২ সালে খ. ১৯৬০ সালে
গ. ১৯৬২ সালে ঘ. ১৯৬৯ সালে
২৩. ইরি হ্রদে কারখানার বর্জ৵ ফেলায় সেখানে কিসের মাত্রা বেড়ে গিয়েছিল?
ক. ফসফেট খ. আয়রন
গ. পটাশ ঘ. ইউরিয়া
২৪. কত বছর পর ইরি হ্রদে আবার প্রাণীর অস্তিত্ব ধরা পড়তে শুরু করে?
ক. প্রায় ৫ বছর খ. প্রায় ৮ বছর
গ. প্রায় ১০ বছর ঘ. প্রায় ১২ বছর
২৫. বন্যার পানি ব্যবহারযোগ্য করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. ব্লিচিং পাউডার
খ. ক্লোরোফর্ম
গ. সোডিয়াম হাইপোক্লোরাইড
ঘ. সোডিয়াম কার্বনেট
২৬. পানিতে নাইট্রোজেন ও ফসফেট বেড়ে গেলে কী হয়?
ক. মাছ তাড়াতাড়ি বড় হয়
খ. মাছ তাড়াতাড়ি মরে যায়
গ. প্রচুর শেওলা জন্মায়
ঘ. মাছ আস্তে আস্তে বড় হয়
২৭. মানুষের ত্বক ও ফুসফুসের ক্যানসার হয় পানিতে কোন পদার্থযুক্ত পানি পান করলে?
ক. মারকারি খ. সিসা
গ. আর্সেনিক ঘ. আয়রন
২৮. শরীরে জ্বালাপোড়া, খিটখিটে মেজাজ হয় কোন ধাতবযুক্ত পানি পান করলে?
ক. সিসা খ. পারদ
গ. আর্সেনিক ঘ. আয়রন
২৯. সাধারণ ক্ষারের উপস্থিতিতে পানি কী হিসেবে কাজ করে—
i. ক্ষার হিসেবে ii. অ্যাসিড হিসেবে
iii. নিরপেক্ষ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. সাধারণ অ্যাসিডের উপস্থিতিতে পানি কী হিসেবে কাজ করে—
i. ক্ষার ii. অ্যাসিড
iii. নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.ক ২২.খ ২৩.ক ২৪.গ ২৫.গ ২৬.গ ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা