২৬. প্রশ্ন: বরফসহ পানির গ্লাসের বাইরের অংশ কেন ভিজে যায়, তা ব্যাখ্যা করো।
উত্তর: একটি কাচের পানির গ্লাস নিই ।
এখন গ্লাসে এক টুকরা বরফ দিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে, গ্লাসের বাইরে বিন্দু বিন্দু পানি জমেছে। হাত দিয়ে গ্লাসটি ধরে নিশ্চিত হই। এ পানি গ্লাসের ভেতরের বরফ থেকে আসেনি। কারণ, গ্লাসের ভেতর থেকে কাচ ভেদ করে পানি বাইরে আসতে পারে না। বরফের ঠান্ডায় গ্লাসটি ঠান্ডা হয়েছে, আর গ্লাসের ঠান্ডার পরশে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গ্লাসের গায়ে জমেছে।
এভাবেই বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি প্রমাণ করা যায় এবং এ জন্য গ্লাসের বাইরের অংশ ভিজে যায়।
২৭. প্রশ্ন: পানিচক্র ব্যাখ্যা করো।
উত্তর: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে, তাকেই পানিচক্র বলে।
সূর্যতাপ ভূপৃষ্ঠের অর্থাৎ পুকুর, খাল বিল, নদী ও সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করে। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়।
ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে আকাশে মেঘরূপে ঘুরে বেড়ায়। মেঘের পানিকণাগুলো একত্র হয়ে আকারে বড় হলে বৃষ্টিরূপে মাটিতে পড়ে। আবার বায়ুপ্রবাহের কারণে জলীয় বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়। সেখানে মেঘের পানিকণা ঠান্ডায় বরফে পরিণত হয়। এ বরফ গ্রীষ্মকালে সূর্যের তাপে গলে পানি হয়ে পাহাড়ের গা ঘেঁষে ছোট পাহাড়ি নদীর সৃষ্টি করে। এই নদীর পানি সবশেষে সমুদ্রে গিয়ে মেশে। এভাবে পানির চক্রাকারে ঘুরে আসাকে পানিচক্র বলে।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা