এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৬১. বাংলাদেশে অংশীদার ব্যবসায় পরিচালিত হয় কত সালের আইন দ্বারা?

ক. ১৮৩২ খ. ১৯৩২

গ. ১৯৯১ ঘ. ১৯৯৪

৬২. কোন ব্যবসায় আইনগত পৃথক ও স্বাধীন সত্তা নেই?

ক. কোম্পানি খ. সমবায়

গ. রাষ্ট্রীয় কারবার ঘ. অংশীদারি

৬৩. একমালিকানা ব্যবসায়ের কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটে?

ক. ব্যক্তিসামর্থ্যের সীমাবদ্ধতা

খ. পৃথকসত্তার অভাব

গ. অসীম দায়

ঘ. স্থায়িত্বের অভাব

৬৪. অংশীদারি ব্যবসায়ের দায়–দেনা কেমন?

ক. সীমাবদ্ধ

খ. অসীম

গ. লাভ–ক্ষতি অংশ দ্বারা সীমাবদ্ধ

ঘ. মূলধন দ্বারা সীমাবদ্ধ

৬৫. অংশীদারি ব্যবসায় পরিচালনা করে কে?

ক. অংশীদার খ. ব্যবস্থাপক

গ. পরিচালক ঘ. পরিচালনা পর্ষদ

৬৬. অংশীদারি ব্যবসায় কোন ব্যবসায়ের অনুরূপ?

ক. সমবায় সমিতি খ. কোম্পানি

গ. একমালিকানা ঘ. রাষ্ট্রীয়

৬৭. আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করাটা কী?

ক. বাধ্যতামূলক খ. বাধ্যতামূলক নয়

গ. চুক্তি সাপেক্ষ ঘ. শর্ত সাপেক্ষ

৬৮. অংশীদারি ব্যাংক ব্যবসায়ে সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?

ক. ১০ খ. ২০

গ. ২৫ ঘ. ৫০

৬৯. অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করতে হয়?

ক. সমান অনুপাতে

খ. একটি নির্দিষ্ট অনুপাতে

গ. মুনাফা বণ্টন অনুপাতে

ঘ. অংশীদারি চুক্তি অনুযায়ী

৭০. চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের মুনাফা বণ্টন করা হয় কীভাবে?

ক. সমানুপাতিক হারে

খ. মূলধন অনুযায়ী

গ. যোগ্যতা অনুযায়ী

ঘ. বয়স অনুযায়ী

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.খ ৬২.ঘ ৬৩.ক ৬৪.খ ৬৫.ক ৬৬.গ ৬৭.খ ৬৮.ক ৬৯.ঘ ৭০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা