এইচএসসি ২০২৪ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৮১. ‘সমাজ ও ভূপৃষ্ঠের মধ্যকার সম্পর্কের বিশ্লেষণ হলো মানব ভূগোল’— কে বলেছেন?

ক. চার্চিল খ. হামবোল্ট

গ. রাটজেল ঘ. রিটার

৮২. মানুষ ও রাষ্ট্র সম্বন্ধে ধারণা দেয় ভূগোলের কোন শাখা?

ক. সাংস্কৃতিক খ. প্রাকৃতিক

গ. পরিবেশ ঘ. রাজনৈতিক

৮৩. পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদ কোনটি?

ক. সুপিরিয়র খ. কাপ্তাই

গ. কাম্পিয়ান ঘ. বৈকাল

৮৪. রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা হলো—

i. বগুড়া

ii. গাইবান্ধা ও কুড়িগ্রাম

iii. পাবনা ও সিরাজগঞ্জ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৫. যুক্তরাষ্ট্রের উত্তরে কোন দেশ অবস্থিত?

ক. মেক্সিকো খ. হন্ডুরাস

গ. কানাডা ঘ. নিকারাগুয়া

৮৬. বাংলাদেশের পূর্বে অবস্থিত—

i. আসাম

ii. ত্রিপুরা

iii. মেঘালয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৭. বাংলাদেশের সর্ব দক্ষিণের জনপদ কোনটি?

ক. সেন্ট মার্টিন খ. টেকনাফ

গ. কুয়াকাটা ঘ. সোনার চর

৮৮. মানব ভূগোলের জনক কে?

ক. ভিদাল দ্য লা ব্লাশ

খ. পিটার হ্যাগেট

গ. ডাডলি স্টাম্প

ঘ. জনসন রন

৮৯. মানব ভূগোলের বিষয়বস্তু নয় কোনটি?

ক. জনপদ খ. ভূগর্ভস্থ পানি

গ. ভূরাজনীতি ঘ. দুর্যোগ ব্যবস্থাপনা

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ভূগোল ক্লাসে স্যার এমন এক দেশ সম্পর্কে ধারণা দিলেন যার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান রয়েছে।

৯০. উদ্দীপকে উল্লিখিত দেশ নিচের কোনটি?

ক. জাপান খ. দক্ষিণ কোরিয়া

গ. বাংলাদেশ ঘ. ভারত

সঠিক উত্তর

অধ্যায় ১: ৮১.গ ৮২.ঘ ৮৩.ক ৮৪.খ ৮৫.গ ৮৬.ক ৮৭.ক ৮৮.ক ৮৯.খ ৯০.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা