পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
সৃজনশীল প্রশ্ন ২ঃ
জনাব আনোয়ার এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিম্নপদস্থ কর্মচারী যার মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। প্রতিষ্ঠানটি সংসদে আইন পাসের মাধ্যমে গঠিত হয়।
প্রতিষ্ঠানটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তৃতীয় পক্ষের সঙ্গে জনাব আনোয়ার নিজের নামেই চুক্তি করেন।
ক. কোন ধরনের ব্যবসায় সংগঠনের মুনাফার ১৫% সঞ্চয় তহবিলে জমা রাখতে হয়?
খ. কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়?
গ. জনাব আনোয়ার কোন জাতীয় ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মচারী? ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়।’- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর
ক. সমবায় সংগঠনের মুনাফার ১৫% সঞ্চয় তহবিলে জমা রাখতে হয়।
খ. কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে বোঝায়, ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আইনগত অধিকার ও মর্যাদা অর্জন করা।
কোম্পানি যেকোনো স্বাধীন ব্যক্তির মতো নিজ নামে অন্যের সঙ্গে চুক্তি ও লেনদেন করতে পারে এবং প্রয়োজনে মামলাও করতে পারে। সুতরাং, যৌথ মূলধনী কোম্পানি ব্যবসায় একটি কৃত্রিম ব্যক্তিসত্তা।
গ. শুধু রাষ্ট্রীয় ব্যবসায় সংসদে আইন পাসের মাধ্যমে গঠিত হয়। এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, জনকল্যাণ করা। সুতরাং জনাব আনোয়ার একজন রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মচারী। উদ্দীপকের জনাব আনোয়ার যে প্রতিষ্ঠানের কর্মচারী, সে প্রতিষ্ঠানের সব বৈশিষ্ট্য রাষ্ট্রীয় ব্যবসায়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যেমন: সংসদে আইন পাসের মাধ্যমে সৃষ্টি, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এবং মুনাফা অর্জন নয়, জনকল্যাণই এ ধরনের ব্যবসার মূল উদ্দেশ্য।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, উক্তিটি অর্থপূর্ণ। রাষ্ট্রীয় ব্যবসায় হচ্ছে জনসেবা, যা জনকল্যাণের উদ্দেশ্যে গঠন করা হয়। এ ধরনের ব্যবসা দেশে অধিক শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, সম্পদের সুষম বণ্টন ও ব্যবহারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকে।
জনাব আনোয়ার যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানটি সংসদে আইন পাসের মাধ্যমে গঠিত হয় বিধায় এটি একটি রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায় অন্যান্য ব্যবসায়ের মতো মুনাফা অর্জন বা বৃদ্ধির জন্য গঠন করা হয় না। এটি জনসেবা গ্রহণের লক্ষ্যে গঠন করা হয়। এটি সরকার ও জনগণের অর্থায়নে গঠিত হয়। এটির কোনো লাভ হলে সরকারি তহবিলে জমা হয় ও জনকল্যাণে ব্যয়িত হয়। আবার লোকসান হলে তা সরকারকেই বহন করতে হয়। তাই বলা যায়, রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যেই এ ধরনের ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়।
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ পাবলিক কলেজ, ঢাকা