৭৬. ব্যাংকিং ব্যবসায়ের উদ্দেশ্যে গঠিত প্রাইভেট কোম্পানিতে সর্বোচ্চ সদস্যসংখ্যা কতজন?
ক. ২ জন খ. ৭ জন
গ. ১০ জন ঘ. ২০ জন
৭৭. সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?
ক. ২ জন খ. ৭ জন
গ. ১০ জন ঘ. ২০ জন
৭৮. চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদেরও মুনাফা বণ্টন করা হয় কীভাবে?
ক. মূলধন অনুপাতে
খ. সমান অনুপাতে
গ. যোগ্যতা অনুপাতে
ঘ. পরিচালনায় কর্মদক্ষতা অনুপাতে
৭৯. কোনোরূপ চুক্তির অবর্তমানে অংশীদার কর্তৃক কারবারে সরবরাহকৃত মূলধনের ওপর সুদের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য হবে?
ক. মূলধন অনুপাতের সুদ ধার্য হবে
খ. ৬% সুদ ধার্য হবে
গ. সুদ ধার্য করা ঐচ্ছিক
ঘ. সুদ প্রদেয় হবে না
৮০. অংশীদারি চুক্তিতে উত্তোলনের ওপর সুদ ধার্যের কথা উল্লেখ না থাকলে সুদের হার কত হবে?
ক. ৬.৫% খ. ৬%
গ. ৫.৫% ঘ. ০%
৮১. চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও অংশীদারগণ নিচের কোনটির অধিকারী হবে?
ক. প্রদত্ত ঋণের ওপর সুদ
খ. বিনিয়োজিত মূলধনের ওপর সুদ
গ. ব্যবস্থাপনার জন্য মাসিক বেতন
ঘ. বিক্রয় বৃদ্ধির ওপর কমিশন
৮২. লিখিত চুক্তির অবর্তমানে কোনো অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে?
ক. কমিশন
খ. ঋণের সুদ
গ. মূলধনের সুদ
ঘ. উত্তোলনের সুদ
৮৩. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
ক. মূলধন খ. রেজিস্ট্রেশন
গ. চুক্তি ঘ. নিবন্ধন
৮৪. অংশীদারি ব্যবসায় পরিচালনা করে কারা?
ক. অংশীদারগণ খ. মালিক
গ. সরকার ঘ. পরিচালকেরা
সঠিক উত্তর
অধ্যায় ২: ৭৬.গ ৭৭.ঘ ৭৮.খ ৭৯.খ ৮০.ঘ ৮১.ঘ ৮২.খ ৮৩.গ ৮৪.ক
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা