অর্থনীতি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ২

১১. গ্যাস, তেল ও কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে কী বলে?

ক. পানিবিদ্যুৎ খ. স্থিরবিদ্যুৎ

গ. চলতিবিদ্যুৎ ঘ. তাপবিদ্যুৎ

১২. কোনটির সঙ্গে দেশের অর্থনৈতিক সম্পদের বিশেষ সম্পর্ক থাকে?

ক. চাহিদার সঙ্গে খ. বণ্টনের সঙ্গে

গ. অভাবের সঙ্গে ঘ. উন্নয়নের সঙ্গে

১৩. কোথায় সিলিকা বালু পাওয়া যায়?

ক. রংপুরে খ. দিনাজপুরে

গ. জামালপুরে ঘ. ফরিদপুরে

১৪. দিনাজপুরের মধ্যপাড়া ও রংপুরের রানীপুকুরে কিসের মজুদ রয়েছে?

ক. কয়লা খ. কঠিন শিলা

গ. গন্ধক ঘ. প্রাকৃতিক গ্যাস

১৫. প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যেকোনো দেশে শতকরা কত ভাগ বনাঞ্চল থাকা দরকার?

ক. ২৫ ভাগ খ. ৩০ ভাগ

গ. ৩৫ ভাগ ঘ. ৪০ ভাগ

১৬. বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের শতকরা কত ভাগ?

ক. প্রায় ১৭.৬২ ভাগ

খ. প্রায় ২৩.১০ ভাগ

গ. প্রায় ২৪.১৫ ভাগ

ঘ. প্রায় ২৫ ভাগ

১৭. নিচের কোনটি সর্বাধিক বনাঞ্চলসমৃদ্ধ দেশ?

ক. জাপান খ. ভারত

গ. যুক্তরাষ্ট্র ঘ. মিয়ানমার

১৮. সিলেটের হরিপুরে কিসের সন্ধান পাওয়া গেছে?

ক. প্রাকৃতিক গ্যাস খ. তামা

গ. খনিজ তেল ঘ. গন্ধক

১৯. ভেড়ামারা তাপবিদ্যুৎকেন্দ্রটি কোন জেলায় অবস্থিত?

ক. কুষ্টিয়া খ. খুলনা

গ. সিলেট ঘ. নরসিংদী

২০. কোন নদীতে বাংলাদেশের একমাত্র পানিবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়েছে?

ক. মেঘনা খ. নাফ

গ. কর্ণফুলী ঘ. সাঙ্গু

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.ঘ ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.গ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]