[পূর্ববর্তী লেখার পর]
৩১. ট্রাকিড কোষ—
i. লম্বা
ii. এর প্রান্তদ্বয় সরু ও সুচালো
iii. লিগনিন জমা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. গুপ্তজীবী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায় কী?
ক. ভেসেল
খ. ট্রাকিড
গ. জাইলেম
ঘ. জাইলেম প্যারেনকাইমা
৩৩. ভেসেলের আকৃতি—
i. সোপানাকার
ii. সর্পিলাকার
iii. বলয়াকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. পাটের আঁশ আসলে কী?
ক. ফাইবার
খ. বাস্ট ফাইবার
গ . ফ্লোয়েম
ঘ. জাইলেম
৩৫. শারীরবৃত্তীয় বিপাকে ক্রিয়ার ফলে শরীরে উপজাত দ্রব্য হিসেবে কী বর্জ্য পদার্থ তৈরি হয়?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই–অক্সাইড
ঘ. সালফার
৩৬. রক্ত জমাট বাঁধায় অংশ নেয় কোনটি?
ক. অণুচক্রিকা খ. শ্বেত রক্তকণিকা
গ. লসিকা ঘ. লোহিত রক্তকণিকা
৩৭. মানুষের নাক ও কানের পিনা কী দিয়ে তৈরি?
ক. অস্থি খ. কোমলাস্থি
গ. আবরণী কলা ঘ. স্নায়ুকলা
৩৮. রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে?
ক. ৫০–৫১% খ. ৬০–৬১%
গ. ৭১–৮১% ঘ. ৯১–৯২%
৩৯. রক্ত এক ধরনের—
i. ক্ষারীয়
ii. ঈষৎ লবণাক্ত
iii. তরল যোজক টিস্যু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে কোনটি?
ক. পানি খ. রক্ত
গ. টিস্যু ঘ. লসিকা
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩১.ঘ ৩২.ক ৩৩.ঘ ৩৪.খ ৩৫.খ ৩৬.ক ৩৭.খ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]