৩১. প্রশ্ন: ২টি কলা ও ৩টি আমের দাম একত্রে ৩০ টাকা। ২টি কলার দাম ১২ টাকা হলে ১টি আমের দাম কত?
উত্তর: ৬ টাকা
৩২. প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৬২৭২, একটি সংখ্যা ৬৪ হলে অপর সংখ্যাটি কত?
উত্তর: ৯৮
৩৩. প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম কত?
উত্তর: ৪ টাকা
৩৪. প্রশ্ন: ১২টি কলার দাম ৩৬ টাকা হলে ১৫ টাকায় কয়টি কলা পাওয়া যাবে?
উত্তর: ৫টি
৩৫. প্রশ্ন: প্রতিটি বেলুনের দাম ৪ টাকা হলে ২ ডজন বেলুনের দাম কত?
উত্তর: ৯৬ টাকা
৩৬. প্রশ্ন: ৩ কেজি চালের দাম ১১৪ টাকা হলে ১ কেজির দাম কত?
উত্তর: ৩৮ টাকা
১. প্রশ্ন: খোলা বাক্য কাকে বলে?
উত্তর: একটি বাক্যকে যখন সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে।
২. প্রশ্ন: গাণিতিক বাক্য কাকে বলে?
উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে।
৩. প্রশ্ন: বন্ধনী প্রতীকগুলো লেখো।
উত্তর: ( ), { }, [ ]
৪. প্রশ্ন: একটি ত্রিভুজের ক সংখ্যা বাহু আছে, ক-এর মান কত?
উত্তর: তিন
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা