[পূর্ববর্তী লেখার পর]
১. সবার কাছে গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?
ক. বদান্যতা খ. অসহনশীলতা
গ. দলাদলি ঘ. আড়ম্বরতা
২. ইসলামে ‘আইয়ামে জাহেলিয়া’ বলতে কী বোঝায়?
ক. কুসংস্কার ও মূর্তিপূজার যুগকে
খ. মহানবি (সা.)-এর আবির্ভাবের পূর্ব যুগকে
গ. প্রত্যেক নবির আগমনের যুগকে
ঘ. প্রতিটি মানবতাহীন বর্বর যুগকে
৩. আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম ছিল কোনটি?
ক. গীতিকবিতা খ. নাটক
গ. নাচ ঘ. গান
৪. জাহেলিয়া যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে?
ক. সামাজিক ব্যবস্থা
খ. অর্থনৈতিক অবস্থা
গ. সংস্কৃতি চর্চা
ঘ. ধর্মীয় অবস্থা
৫. ‘আস-সাবউল মুআল্লাকাত’ অর্থ কী?
ক. সাতটি ঝুলন্ত গীতিকবিতা
খ. মুখরোচক কাহিনি
গ. প্রবাদ-প্রবচন
ঘ. আরবদের জীবনালেখ্য
৬. মহানবি মুহাম্মদ (সা.) ব্যবসার উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন?
ক. লেবানন খ. সিরিয়া
গ. মদিনা ঘ. তায়েফ
৭. ‘হাজরে আসওয়াদ’ স্থাপনের ঝগড়া কে মীমাংসা করেন?
ক. হজরত ইব্রাহিম (আ.)
খ. আবু জাহেল
গ. হজরত মুহাম্মদ (সা.)
ঘ. আবু সুফিয়ান
৮. মহানবি (সা.) কীভাবে প্রচুর সম্পদের মালিক হন?
ক. অলৌকিকভাবে
খ. ব্যবসা করে
গ. খাদিজার আন্তরিকতা ও সৌজন্যে
ঘ. উত্তরাধিকার সূত্রে
৯. মহানবি (সা.)-এর কাছে প্রথম ওহি আসে কবে?
ক. ৬১০ খ্রিষ্টাব্দে খ. ৬১৫ খ্রিষ্টাব্দে
গ. ৬২০ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩০ খ্রিষ্টাব্দে
১০. রাসুল (সা.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেছিলেন?
ক. ৬২২ খ্রিষ্টাব্দে খ. ৬২৩ খ্রিষ্টাব্দে
গ. ৬৩২ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩৩ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.ক ৬.খ ৭.গ ৮.গ ৯.ক ১০.ক
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]