একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের লেখা।
তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে আমাদের কাছে লিখতে পারো এই ই-মেইলে: porasona@prothomalo.com
গতকাল ছিল আমার কলেজের প্রথম দিন। কলেজের প্রথম দিন সব শিক্ষার্থীর কাছেই যেমন আনন্দের, তেমনি আমার কাছেও দিনটি ছিল অন্য রকম। অন্যান্য দিনের তুলনায় এদিনটি আমার কাছে ছিল ভিন্ন। কেননা গতকালই তো আমার নতুন জীবনের অভিষেক হয়েছে।
‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’—এ উক্তিটি স্মরণ করে একদিন বিদায় নিয়ে এসেছি আমার প্রিয় স্কুল থেকে। আমাদের জীবন তো কখনো এক জায়গায় থেমে থাকে না। সময়ের সাথেই তো জীবন চলে, এটাই স্বাভাবিক। পাঁচ বছর একটি স্কুলে পড়ার পর সেটি ছেড়ে চলে আসা যেমন কষ্টের, তেমনি দশ বছরের সাধনার পর নতুন কলেজে যাওয়া আনন্দের।
কলেজের প্রথম দিনেই নিজেকে অনেক বড় মনে হচ্ছিল। অডিটরিয়ামে আমাদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন বিষয়ে আমাদের স্যাররা দিকনির্দেশনা দিয়েছেন। একজন স্যারের কথা খুব ভালো লেগেছে। স্যার যেমন সুন্দর তিলাওয়াত করেন, তেমনি সুন্দর করে কথাও বলেন। স্যার শুরুতেই আমাদের স্বাগত জানিয়েছেন। মা-বাবার কথা মেনে চলতে বলেছেন এবং কলেজের অন্যান্য স্যারের কথাও মেনে চলতে বলেছেন। রুবিয়া নামে আমার একজন নতুন বান্ধবী হয়েছে। আমরা যখন সবাই মিলে ছবি তুলছিলাম, তখন ওর সাথে পরিচয় হয়। আরো অনেকের সাথে পরিচয় হয়েছে। পুরোনো স্কুল ছেড়ে নতুন জায়গায় নতুন বন্ধু এবং শিক্ষকদের পেয়ে এক অন্য রকম অনুভূতি কাজ করছিল, যা আসলে ভাষায় ঠিকঠাক প্রকাশ করা যায় না।
নতুন ক্যাম্পাসে যাওয়া, নতুন শিক্ষক ও বন্ধুদের সাথে পরিচয় হওয়া—এসব নিয়েই কেটে গিয়েছিল প্রথম দিনটি। সব মিলিয়ে গতকাল অন্য রকম ছিল দিনটি।