ক. মনের কথা কীভাবে বলব?
ক. মায়ের ভাষায় খ. বাবার ভাষায়
গ. দাদার ভাষায় ঘ. মামার ভাষায়
উত্তর: ক. মায়ের ভাষায়
খ. পাখির গানে সবার প্রাণ কেমন হয়?
ক. বিরক্ত খ. মুগ্ধ
গ. রাগ ঘ. খুশি
উত্তর: ক. মুগ্ধ
গ. নদীর অপর নাম কী?
ক. স্রোতস্বিনী খ. পুকুর
গ. সমুদ্র ঘ. খাল
উত্তর: ক. স্রোতস্বিনী
ঘ. ফুলের সাথে কে কথা বলে?
ক. প্রজাপতি খ. হরিণ
গ. মানুষ ঘ. পাখি
উত্তর: ক. প্রজাপতি
ঙ. ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা?
ক. ভাইয়ের খ. মামার
গ. বাবার ঘ. মানুষের
উত্তর: ক. ভাইয়ের
চ. ‘সমুদ্দুর’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. নদী খ. ঊর্মি
গ. সাগর ঘ. তেপান্তর
উত্তর: গ. সাগর
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা